সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। রাশিয়ার সামরিক অভিযানের ধাক্কায় একলাফে ভারতে দাম বেড়েছে সোনার। তার উপর আবার সামনেই বৈশাখ মাস। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের (Gold - Silver Price)। বিশ্ব বাজারে ফের সোনার দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War) আকাশছোঁয়া সোনার দাম। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় সোনার দাম আজ বেড়েছে না কমেছে তা জানতেই মুখিয়ে রয়েছেন সকলে। ভারতীয় বাজারে পরপর তিনদিন অব্যাহত ছিল সোনার দাম। এবার পরপর দুদিন দাম বাড়ল সোনার। ২২ ক্যারেট ১০ গ্রামের দাম যেমন বেড়েছে তেমনই বেড়েছে ২৪ ক্যারেটের দাম। ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।