Union Budget 2024

Associate Sponsor

LIVE NOW

Jul 23 2024, 12:28 PM IST

Budget 2024 Updates: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা, আর কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

12:28 PM (IST) Jul 23

আয়কর নিয়ে ঘোষণা - স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে বেড়ে ৭৫

অর্থমন্ত্রী বলেন, 'আয়কর আইন ১৯৬১ ব্যাপকভাবে পর্যালোচনা করা হবে। যা কর সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা কমিয়ে দেবে। এটি ৬ মাসের মধ্যে শেষ করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে মধ্যবিত্তদের উপহার দিয়েছে সরকার। নতুন কর ব্যবস্থায়, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা ---

নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%

নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%

নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%

নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%

 

12:22 PM (IST) Jul 23

দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের

৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র

মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড়

সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪% কমল আমদানি শুল্ক

দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের

সস্তা হবে লিথিয়াম ব্যাটারি

তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা বাজেটে

পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ল

11:58 AM (IST) Jul 23

আবাস যোজনায় তিন কোটি বাড়ি, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা।

11:44 AM (IST) Jul 23

Union Budget : '১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'

'সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে'

'এর জন্য ছোট ব্যবসায়ী, ভেন্ডার এবং মহিলা উদ্যোগপতিদের সাহায্য় করব'

11:43 AM (IST) Jul 23

এক কোটি তরুণ আগামী পাঁচ বছরে শীর্ষ-৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"

18 More Updates

Budget News

Budget 2024 Trending Terms

Opinion Poll

SIP Calculator

Your Budget, Your Investments: Try our SIP Calculator for Smart Planning
Monthly Investment
Expected Annual Return
%
Investment Duration
Yr
Total Amount(Invested + Return)0
    Expected ReturnsTotal Amount invested
  • Total Amount invested
    0
  • Expected Returns
    0
  • Expected maturity amount
    0

Budget Quiz

Play Budget Quiz
See how many answers you get right!