মার্চ মাসের শেষের দিন সোনার বাজারে বড় চমক। লক্ষ্মীবারে ভারতীয় বাজারে দাম কমল সোনার। তবে শুধু সোনাই নয়,পাল্লা দিয়ে দাম কমছে রূপোরও। বিয়ের মরশুমের আগে লাগাতার দাম কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। বিয়ের আগে এটাই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমসিএক্স সূচকে সোনার দাম অনেকটাই কমেছে। এমনকী সোনার পাশাপাশি রূপোর দামেও বড়সড় পতন হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার।