সংক্ষিপ্ত
সামনেই অগ্রহায়ণ মাস, মানেই বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমের আগে সোনার দাম বাড়া - কমা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। আজ একলাফে দাম বাড়ছে তো পরেরদিন দাম কমছে। সোনার দাম (Gold Price) নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্ত থেকে দোকানিদের। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে । বৃহস্পতিবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
সামনেই অগ্রহায়ণ মাস, মানেই বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমের আগে সোনার দাম বাড়া - কমা নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। আজ একলাফে দাম বাড়ছে তো পরেরদিন দাম কমছে। সোনার দাম (Gold Price) নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্ত থেকে দোকানিদের। তার উপরে সামনেই আসতে চলেছে বিয়ের মরশুম। আর বিয়ের মরশুমের (Wedding) আগে চড়চড়িয়ে দাম বেড়েই চলেছে সোনার। তবে শুধু সোনা নয়, রূপোর দামও বাড়ছে পাল্লা দিয়ে। তবে লাগাতার দাম কমা- বাড়ার মধ্যেই ছটপুজোর দিন সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছিল। ধনতেরাস থেকে দিওয়ালির মধ্যে সোনার দাম সেভাবে না বাড়লেও দিওয়ালির দিন থেকেই ক্রমশ বাড়ছে সোনার দাম (Gold Price) । ছটপুজোর পরের দিনই ফের দাম বাড়ল সোনার। সোনার দাম বাড়তেই চিন্তা বাড়ল মধ্যবিত্তের।
ফের ভারতীয় বাজারে আবারও দাম বাড়ল সোনার। উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা যেন একলাফে অনেকটাই বেড়ে যায় বাঙালি থেকে অবাঙালিদের। সোনার দাম উর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও সোনা কেনার চাহিদা রয়েছেই। দুর্গাপুজোর সময় থেকেই উৎসবে মাতোয়ারা বাঙালির সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। তবে দিওয়ালি কিংবা ধনতেরাসের সময় তা কেনার ধুম যেন কয়েকগুণ বেড়ে যায়। দীপাবলির দিন থেকে পরপর ২ দিন সোনার দাম অনেকটাই কমেছিল। তবে ফের দিওয়ালির দিন থেকেই একলাফে দাম বেড়েছে সোনার (Gold Price)। গত শুক্রবার দিওয়ালির দিন থেকেই সোনার দাম উর্ধ্বমুখী। ফের ভারতীয় বাজারে দাম বাড়ল সোনার। এমসিএক্স (MCX)সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম বেড়েছে । বৃহস্পতিবারে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।
আরও পড়ুন-Indigo offer Price-বিমানযাত্রীদের জন্য সুখবর, মাত্র ১৪০০ টাকায় মিলবে ইন্ডিগোর টিকিট
আরও পড়ুন-Dream Interpretation: চাকরি হারানোর স্বপ্ন দেখছেন প্রায়ই, জেনে নিন স্বপ্নে কেন দেখলেন এমন
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনার দাম ফের বাড়ল । গত বছর আগস্টে ১০ গ্রাম সোনার দামের উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। এবার রেকর্ড দরের চেয়ে ৮৫০০ টাকার মতোন কম আছে সোনা (Gold Price ) । ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭, ৬৬০ টাকা। যা গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৩৬০ টাকা। যা গতকালের তুলনায় বেড়েছে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হওয়ায় সোনা ও রূপোর চাহিদা বাড়বে বলেই আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ রূপোর দামও অনেকটাই বেড়ে গিয়েছে (Silver Price) । তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর। সোনার (Gold Price) থেকেও অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর (Silver Price Hike)আজকের দাম ৬৫,৯০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। তবে বিয়ের মরশুমের আগে যেভাবে সোনার ও রূপোর দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে সোনার দোকানি তথা সাধারণ মানুষের।