সংক্ষিপ্ত

  • এসবিআই-এর পর  নয়া চমক নিয়ে হাজির কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
  • গ্রাহকদের জন্য  নতুন এই পরিষেবা নিয়ে এল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক  নিয়ে এল কার্ডলেস পরিষেবা
  • পাশাপাশি  মানি ট্রান্সফারের নতুন পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য 
     

ডেবিট কার্ড এমন একটা জিনিস যা প্রত্যেকেরই কাজে লাগে। এটি ছাড়া একমুহূর্ত আমরা যেন চলতে পারি না। এখন প্রায় প্রত্যেকেরই কাছে ডেবিট কার্ড রয়েছে। সম্প্রতি ডেবিট কার্ড নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। এসবিআই-এর পর  নয়া চমক নিয়ে হাজির কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। গ্রাহকদের জন্য  নতুন এই পরিষেবা নিয়ে এল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷ এবার থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে আর লাগবে না ডেবিট কার্ড ৷ কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কার্ডলেস পরিষেবা চালু করেছিল। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতেই এই পরিষেবা গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল এসবিআই।

আরও পড়ুন-যৌন মিলনের পর স্পষ্ট ফুটে উঠেছে 'লাভ বাইট', দাগ দূর করার রইল সহজ ট্রিকস...

এসবিআই-এর পর কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক  নিয়ে এল কার্ডলেস পরিষেবা। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পক্ষে থেকে জানানো হয়েছে কার্ডলেস লেনদেনের পাশাপাশি তারা অন্যান্য নতুন পরিষেবা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য ৷ যেমন মানি ট্রান্সফার এর সুবিধা। এর মাধ্যমে গ্রাহকরা দেশের মধ্যে যে কোনও জায়গা থেকে  যে কাউকে টাকা পাঠাতে পারবেন ৷ এছাড়াও এই কার্ডলেস পরিষেবা অত্যন্ত সহজ এবং সুরক্ষিত বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ এবার থেকে গ্রাহকদের আর ডেবিট কার্ড নিয়ে বেরোতে হবে না ৷ 

আরও পড়ুন-বড় ধাক্কা , সস্তার ইন্টারনেট পরিষেবায় এবার বড়সড় কোপের মুখে গ্রাহকরা...

এই কার্ডলেস পরিষেবার সুবিধা নেওয়ার জন্য প্রথমে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে লগ ইন করতে হবে। তারপর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ৷  রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নেট ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে কার্ডলেস পরিষেবা পাবেন গ্রাহকরা ৷ গ্রাহকদের সুরক্ষার জন্য  একটি কোড সেট করতে হতে পারে ৷ পুরো প্রক্রিয়াটি হয়ে গেলে বিনা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷