আইবিপিএস-এর তরফে বিভিন্ন পদে ১৩ হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল ১, ২ এবং ৩ পদে আবেদন করার সুযোগ ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। যারা ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী যারা তারা পাবেন বিশাল সুযোগ। এবার ১৩ হাজারের বেশি কর্মী নিয়োগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-র তরফে একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ। এই মর্মে সম্প্রতি তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এজন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে।

শূন্যপদ

দেশের বিভিন্ন অঞ্চলে রিজিওনাল রুরাল ব্যাঙ্কের জন্য আইবিপিএস-র তরফে এই নিয়োগ। বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ হবে অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার), অফিসার স্কেল ২ (সিএ), অফিসার স্কেল ২ (ল), অফিসার স্কেল ২ (মার্কেটিং), অফিসার স্কেল ২ (ট্রেজারি ম্যানেজার), অফিসার স্কেল ২ (এগ্রিকালচার), অফিসার স্কেল ২ (আইটি) এবং অফিসার স্কেল ৩ ম্যানেজার পদে। শূন্যপদে সংখ্যা ১৩,২১৭।

যোগ্যতা

একাধিক পদে হবে নিয়োগ। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা হবে প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষার মাধ্যমে। অফিসার স্কেল ১ পদে প্রিলিমিনারি পরীক্ষা, মেনস পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। অফিসার স্কেল ২, স্কেল ৩ পদে নিয়োগ হবে। প্রতি পদে আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি রয়েছে। চাকরিপ্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর।

আবেদন মূল্য

সরক্ষিত ও অসংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষা শুরু হবে নভম্বরে। আরও জানতে হলে ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।