ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবান স্টুডেন্টস (নেস্টস)-এর অধীনে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে (ইএমআরএস) বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট ৭,২৬৭টি শূন্যপদে প্রিন্সিপাল, PGT, TGT, হস্টেল ওয়ার্ডেন সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।

পুজোর আগে দারুণ খবর। এবার নিয়োগ হবে শিক্ষক ও শিক্ষাকর্মী। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবান স্টুডেন্টস-র (নেস্টস) অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস)-এ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে। এবার একলব্য মডেল স্কুলে কাজের সুযোগ পাবে অনেকে।

শূন্যপদ

প্রান্তিক অঞ্চলের জনজাতি পড়ুয়াদের জন্য এই স্কুলগুলোতে নিয়োগ হবে ইএমআরএস স্টাফ সিলেকশন এগজামিনেশন-র মাধ্যমে। চলতি বছরে নিয়োগ পরীক্ষার মাধ্যমে স্কুলগুলোতে মোট ৭,২৬৭ জন কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার্স, মহিলা স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট। নিযুক্তদের ইংরেজি, হিন্দি, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, ভুগোল, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স-র মতো নানান বিষয় পড়াতে হবে।

বেতন

নিযুক্তদের বেতন কাঠানো হবে ন্যূনতম ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা থেকে শুরু করে তা হবে সর্বাধিক ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০ টাকা।

যোগ্য়তা

নিয়োগ হবে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার্স, মহিলা স্টাফ নার্স, হস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে। এই সকল পদে আবেদন করতে অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। তবে, তা জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে যোগ্যতার বিষয় উল্লেখ করা আছে।

নিয়োগ পদ্ধতি

ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবান স্টুডেন্টস-র (নেস্টস) অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস)-এ বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হবে। এই সকল পদে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউ-র মাধ্যমে। দেশের বিভিন্ন রাজ্যের পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে।

এই সকল পদে আবেদন করতে হলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। তেমনই সংরক্ষিত শ্রেণিভূক্তদের সমস্ত পদে আবেদন জানাতে জমা দিতে হবে ৫০০ টাকা। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্যের পরিমাণ ১৫০০ থেকে ২৫০০ টাকা। আগামী ২৩ অক্টোবর আবেদনের শেষ দিন। তাই এই কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।