সংক্ষিপ্ত

ভারতীয় রেলের নর্থ ফ্রন্টিয়ার জোনে ৫৬৪৭টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আইটিআই পাশ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৩ ডিসেম্বর পর্যন্ত। মাসিক বেতন ৯,১০০ টাকা।

বেকারদের জন্য সুখবর। বছরের শেষে নিয়োগ হবে ভারতীয় রেলে। শূন্যপদ প্রায় ৫৬৪৭টি। নিয়োগ হবে নর্থ ফ্রন্টিয়ারে। সেখানে নেওয়া হবে ৫৬৪৭ জন অ্যাপ্রেন্টিস। আলাদা করে নেওয়া হবে না কোনও পরীক্ষা। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে হবে নিয়োগ।

পরীক্ষা ছাড়াই নিয়োগ

সাধারণ রেলে নিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা দিতে হয়। কিন্তু, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে মেরিট লিস্টের ভিত্তিতে। শীঘ্রই ৫৬৪৭টি পদে হবে নিয়োগ। ৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারেন। 

বেতন

৫৬৪৭টি পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। রেলের নর্থ ফ্রন্টিয়ার জোনে হবে নিয়োগ। ৯,১০০ টাকা বেতন মিলবে কর্মীদের। তাই এই পদে আবেদনের যোগ্যতা থাকলে দেরি না করে আবেদন করে ফেলুন। 

যোগ্যতা

রেলের নর্থ ফ্রন্টিয়ার জোনে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে আইটিআই পাশ করতে হবে। আইটিআই পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সেই আবেদন পত্র থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মী বাছাই করা হবে। এভাবে হবে নির্বাচন। 

আবেদন পদ্ধতি

রেলের নর্থ ফ্রন্টিয়ার জোনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে অনলাইনে। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন করতে পারেন এই পদের জন্য। ফর্ম মূল্য ১০০ টাকা। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। এবার বিপুল পরিমাণে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে রেলে। আবেদন পদ্ধতি চলবে ডিসেম্বরের শুরু পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া।