Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রেলের অধীনস্থ সংস্থায় মিলবে চাকরি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজেও মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার সামনে রয়েছে দারুন সুযোগ। রেলমন্ত্রকের অধীনস্থ সংস্থায় মিলবে চাকরি। প্রতিমাসে রয়েছে আকর্ষণীয় বেতন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা। তবে নিয়োগ হবে চুক্তিভিত্তিক।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংস্থায় নিয়োগ করা হবে এয়ারপোর্ট অপারেশন এক্সপার্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা হলো একটি। এছাড়াও উল্লিখিত পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এছাড়াও প্রতিমাসে বেতন হবে একলক্ষ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম পাঁচ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতারও। কীভাবে আবেদন জানাবেন? বিজ্ঞপ্তি উল্লিখিত ঠিকানায় আগ্রহী প্রার্থীদের পৌঁছে যেতে হবে ১২ নভেম্বর। এবং বিজ্ঞপ্তি উল্লিখিত সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। এছাড়াও বিশদ তথ্যের জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন অথচ মনোর মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুযোগ দিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিস্তারিত তথ্য মিলবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে।
সংস্থায় নিয়োগ করা হবে অ্যাডভাইজর বা পরামর্শদাতা পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি। এক বছরের মেয়াদে চাকরিতে নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। এছাড়াও নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ১,২০,০০০-১,৫০,০০০ টাকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


