সিআইএল-র অধীনস্থ দুটি সংস্থা, কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড-এ চিফ একজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২টি শূন্যপদে ৩ বছরের মেয়াদের জন্য এই নিয়োগ হবে, যার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে কোল্ড ইন্ডিয়া লিমিটেড-এ। কোল্ড ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-র অধীনস্থ দুটি সংস্থায় মিলবে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, এই রাষ্ট্রায়ত্ত সংস্থা একাধিক পদে কর্মী নিয়োগ করবে। কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড (সিজিআইএল) এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (বিসিজিসিএস)-র উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য কাজের সুযোগ পেতে চলেছেন বহু কর্মী। দেশের বিভিন্ন অঞ্চলে হবে কর্মস্থল। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
শূন্যপদ
কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড (সিজিআইএল) এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (বিসিজিসিএস)-র উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চিফ একজিকিউটিভ পদে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। তাদের পোস্টি দেওয়া হবে পশ্চিমবঙ্গ, সোনেপুর, পাণ্ডবেশ্বর, ওড়িশা, লখনপুর-সহ অন্য অঞ্চলে। শূন্যপদ আছে মাত্র ২ টি।
বয়সের সীমা
কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেড (সিজিআইএল) এবং ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (বিসিজিসিএস) সংস্থায় চিফ একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বয়সের সীমা থাকতে হবে ৫৭ বছরের মধ্যে। তাঁদের প্রতি মাসে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনকারীদের কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে। প্রয়োজন ১৯ বছরের বেশি অভিজ্ঞতাও। এছাড়াও বিজ্ঞপ্তিতে অন্য শর্তাবলির কথা উল্লেখ আছে। তাই এই পদে কাজে আগ্রহী হলে আজই প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন
সবার আগে সংস্থার ওয়েবসাইটে গিয়ে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের শেষ দিন ১১ নভেম্বর। এরপর ইন্টারভিউ-র মাধ্যমে সংশ্লিষ্ট পদে হবে নিয়োগ। ইন্টারভিউ-র আয়োজন করা হবে কলকাতায় কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দফতরে। বিস্তারিত জানতে হবে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

