WB Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) মিলছে দুর্দান্ত সব পদে চাকরি। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য

WB Government Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) মিলছে দুর্দান্ত সব পদে চাকরি। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজের সুযোগ দিচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের। এই বিষয়ে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংস্থায় অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

কোন কোন পদে নিয়োগ হবে? (Job Vacancy for DVC Post):-

জানা গিয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে। শুধু তাই নয় আরও জানা গিয়েছে, চাকরি প্রাপকদের প্রথম একবছর এই সংস্থায় প্রবেশন হিসেবে রাখা হবে। আর এই প্রবেশন পিরিয়ড ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করতে পারলে পরবর্তীকালে তাঁদের স্থায়ী পদেও নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।

দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরির জন্য প্রার্থীদের যোগ্যতা (Education Qualification of candidates):-

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরির জন্য একজন আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ৫০ বছরের মধ্যে। এছাড়াও প্রার্থীদের থাকতে হবে হিউম্যান রিসোর্সে এমবিএ (MBA) ডিগ্রি বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ১৯ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠিও রয়েছে। এই সমস্ত যোগ্যতা থাকলে তবেই দামোদর ভ্যালি কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে (HR) চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

বেতন কাঠামো কেমন হবে এই পদের জন্য (Salary Structure):-

যারা এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন তাঁদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন। চাকরিতে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা। এছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা বা রাজ্যের যে কোনও জায়গায়।

চাকরির জন্য কীভাবে আবেদন করবেন (Online Job Application):-

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, আগ্রহী চাকরি প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। শুধু তাই নয়, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৩০০ টাকা। আবেদনের শেষ দিন ১১ মে। সাইকোমেট্রি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এবং এই বিষয়ক বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন প্রার্থীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।