Job Opportunity: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে ১৫টি পদে কর্মী নিয়োগ করা হবে। ৩৫ বছরের কম বয়সী স্নাতকোত্তর যোগ্যতাধারীরা আবেদন করতে পারবেন। বেতন ৬০,০০০ টাকা, বাড়ি ভাড়া এবং মেডিক্যাল সুবিধা সহ।
Job Opportunity: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ করা হবে NTPC-তে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে নিয়োগ হবে একাধিক পদে। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এবার কাজের সুযোগ পাবেন সরকার অধিনস্থ সংস্থা।
শূন্যপদ
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে নিয়োগ হবে একাধিক পদে। মোট শূন্যপদ ১৫টি। নিয়োগ হবে এগজিকিউটি পদে। এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ।
বয়সের সীমা ও বেতন
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-এ আবেদন করতে হলে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। নিযুক্তদের মাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তার সঙ্গে পাবেন বাড়ি ভাড়া, মেডিক্যাল ফেসিলিটি। এই পদে কাজে আগ্রহী হলে অনলাইনে আবেদন করতে পারেন।
যোগ্যতা
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে নিয়োগ করা হবে ১৫ জনকে। এই পদে কাজে আগ্রহী হলে হিন্দি কিংবা ইংরেজি বিষয় স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনও সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। তারা নিয়োগের সময় অগ্রাধিকার পাবেন বলে জানা গিয়েছে। মোট তিন বছরের চুক্তিতে কাজ করবেন। তবে, ওই মেয়াজ আরও ২ বছর বাড়তে পারে।
আবেদন মূল্য
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে নিয়োগ হবে ১৫টি পদে। মহিলা এবং তফসিলি জাতি ও জনজাতিভূক্ত ছাড়া অন্যান্য প্রার্থীরাও আবেদন করতে পারেন। আবেদন মূল্য ৩০০ টাকা। আবেদন গ্রহণ করা হবে ৭ মে পর্যন্ত। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)-তে কাজের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সবার আগে সংস্থার ওয়েবসাইটে যান। সেখানে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। ৭ মে আবেদনের শেষ তারিখ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হলে আবেদন করতে পারেন। দেরি না করে আজই আবেদন করুন।


