সংক্ষিপ্ত
পড়াশোনা শেষে সঠিক চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। কখনও পছন্দ মতো চাকরি পেলেও বেতন হয় না মনের মতো। তেমনই আবার কখনও বেতন সঠিক হলে মনের মতো শহরে পোস্টিং হয় না। তেমনই অনেক সময় কঠিন পরিশ্রম করে চাকরি পাওয়ার পরও এ রাজ্যে দুর্নীতির কারণে চাকরি খোয়া যায়। এবার প্রকাশ্যে এল নতুন চাকরির খবর। কলকাতা-সহ ১৪টি শহরে কর্মী নিয়োগ, নিয়োগ করবে ICMR।
শূন্যপদ
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) নিয়োগ করবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকিউলোসিসের তরফে কলকাতা সহ ১৪টি শহরে হবে নিয়োগ। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ হবে ১৪টি দফতরে। শূন্যপদ রয়েছে ১৬টি।
যোগ্যতা
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) নিয়োগ করবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। এই পদে আবেদনের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে। তাদের যক্ষ্মা নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদন পদ্ধতি
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) নিয়োগ করবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। এই পদে আবেদনের শেষ তারিখ ৯ এপ্রিল। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের সময় কী কী নথি জমা দিতে হবে তাও জানতে পারবেন এই বিজ্ঞাপন থেকে।
পারিশ্রমিক
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-র প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। চার মাসের চুক্তিতে কাজ চলবে। কাজের প্রয়োজন অনুসারে বাড়বে মেয়াদ। প্রতি মাসে ৬৭ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের সীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।