ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি) চুক্তির ভিত্তিতে হসপিটালিটি মনিটর পদে কর্মী নিয়োগ করছে। মোট ১৬টি শূন্যপদের জন্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

পুজোর সময় চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)- র কাজে সুযোগ। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে সংস্থায়। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের উত্তর-পূর্ব বা পূর্বাঞ্চলীয় শাখার জন্য এই নিয়োগ। এই জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউ-র মাধ্যমে। তাই আজই আবেদন করুন।

শূন্যপদ

সংস্থায় নিয়োগ হবে হসপিটালিটি মনিটর পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৬ টি। চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ হবে। কাজের মেয়াদ ২ বছরের। এরপর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের ভিত্তিতে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে। তাদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড বা দেশের উত্তর-পূর্বের কোনও রাজ্যে।

বয়সের সীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন খাতে তাদের অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া হবে।

যোগ্যতা

সংস্থায় নিয়োগ হবে হসপিটালিটি মনিটর পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৬ টি। এই সকল পদে আবেদন করতে চাইলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন দু বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ

সংশ্লিষ্ট পদে মেধা ভিত্তিক হবে নিয়োগ। আগামী ১৬ এবং ১৭ অক্টোবর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র- সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থতি হতে হবে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। শীঘ্রই কাজের সুযোগ পাবেন একাধিক প্রার্থী। দেরি না করে আজই আবেদন করুন। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে এসেছে প্রকাশ্যে।