Job Alerts: রাজ্য সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কীভাবে আবেদন জানাবেন? কোন কোন পোস্টে নিয়োগ চলছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job Alerts: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন বছর শেষের মুখে তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। রাজ্যের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞাপনে নজর রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও সরকার পোষিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, কর্মী নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বায়োটেকনোলজি-তে চিফ এগ্জ়িকিউটিভ অফিসার পদে। এর জন্য কৃষিবিদ্যা, এগ্রিটেক, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্সেস, মলিকিউলার বায়োলজি, ফার্মাসি, জেনেটিক্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের অন্তত আট বছর গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এছাড়াও আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর। উল্লিখিত পোস্টে চাকরির জন্য নিযুক্তদের অন্তত তিন বছর কাজ করতে হবে। এছাড়াও তাদের বেতন হবে- ১,২৫,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে সরকার অধিনস্থ সংস্থায়। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-র তরফে হবে নিয়োগ।
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে হবে নিয়োগ। ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, মেডিক্যাল ফিজিসিস্ট নিয়োগ হবে শীঘ্রই। শূন্যপদ মোট ১৮টি। এই ১৮টি শূন্যপদের মধ্যে ১০টি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। বাকি নিয়োগ হবে ড্রাইভার, মেডিক্যাল ফিজিসিস্ট ।
ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, মেডিক্যাল ফিজিসিস্ট নিয়োগ হবে শীঘ্রই। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০-র মধ্যে হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে ১০ জন, ড্রাইভার পদে ৫ জন এবং মেডিক্যাল ফিজিসি পদে ৩ জন নিয়োগ হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


