সংক্ষিপ্ত
দেশের যে কোনো জায়গা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন তার সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক Bank Of Baroda এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দেশের যে কোনো জায়গা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। কি যোগ্যতা প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন তার সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২৬৭টি শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে। এর মধ্যে ১৫০টি এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, ৫০টি এগ্রিকালচারাল মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজারের জন্য ৪৫০টি, ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার পদে ৭৮টি, সিনিয়ার ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ রয়েছে। এছাড়াও একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে।
যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের ভিন্নতা অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তবে নূন্যতম যোগ্যতা হিসাবে আবেদনকারী প্রার্থীকে স্নাতক হতে হবে। এছাড়া একাধিক পদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে শুরু করে যে পদের জন্য আবদেন করা হচ্ছে সেই পদ সংক্রান্ত কোনো ডিগ্রির প্রয়োজন।
বেতন
মূলত স্কেল ১ থেকে স্কেল ৫ পর্যন্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে স্কেল – ১ এর জন্য নূন্যতম ৪৮,৪৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা বেতন দেওয়া হবে। একইভাবে স্কেল – ২ এর জন্য ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা, স্কেল – ৩ এর জন্য ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা, স্কেল – ৪ এর জন্য ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা ও স্কেল ৫ এর জন্য ১,২০,৯৪০ থেকে ১,৩৫,০২০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
প্রথমেই আবেদনকারীকে ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখান থেকে কেরিয়ার বা রিক্রুটমেন্ট শেষক্ষণে গিয়ে কারেন্ট ওপেনিং অপশনে ক্লিক করতে হবে।
এবার যে উইন্ডো খুলবে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে হবে।
সঠিক তথ্য দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে নিয়ে সাবমিট করে দিতে হবে। এরপর আবেদনের ফি জমা দিয়ে দিতে হবে।
আবেদনের ফি জমা দেওয়া হয়ে গেলে আবেদন সম্পন্ন হল। এরপর পেমেন্ট স্লিপ ও অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদনের খরচ
আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদার শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে জেনারেল, EWS ও OBC প্রার্থীদের ৬০০ টাকা আবেদনের ফি দিতে হবে। এছাড়া SC, ST ও PWD প্রার্থীদের জন্য কোনো রকম টাকা দিতে হবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।