সংক্ষিপ্ত
হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
চাকরির বাজারে চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। HCL বা হিন্দুস্থান কপার লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
পদের নাম
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL-এর তরফ থেকে যে সকল শূন্য পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হল চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেকট্রিশিয়ান A, ইলেকট্রিশিয়ান B এবং ডব্লিউইডি ‘B’।
বেতন
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার উল্লেখিত পদে নির্বাচিত প্রার্থীদের বেতন বিভাগ হিসেবে আলাদা হবে। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এবং ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ২৮,৭৪০ থেকে ৭২,১১০ টাকা এবং ২৮,৪৩০ থেকে ৫৯,৭০০ টাকা। অন্য দিকে, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ এবং ডব্লিউইডি ‘বি’ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৮,২৮০ টাকা থেকে ৫৭,৬৪০ টাকার মধ্যে।
শূন্যপদের সংখ্যা
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে মোট শূন্যপদের সংখ্যা ১০৩ টি। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এর জন্য শূন্যপদের সংখ্যা ২৪ টি, ইলেকট্রিশিয়ান A পদের জন্য ৩৬ টি, ইলেকট্রিশিয়ান B এর জন্য ৩৬টি এবং ডব্লিউইডি ‘B’ পদের জন্য ৭টি শূন্যপদ রয়েছে।
পদগুলির যোগ্যতা
HCL বা হিন্দুস্তান কপার লিমিটেড এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
অফিসিয়াল ওয়েবসাইট
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল hindustancopper.com
শিক্ষাগত যোগ্যতা
এই সংস্থায় আবেদন করার জন্য প্রার্থীদের বিশেষ কয়েকটি যোগ্যতার প্রয়োজন। প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভিন্ন যোগ্যতা উল্লেখ করা হয়েছে। ইলেক্ট্রিশিয়ান ‘A’ পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যালে ITI প্রদত্ত শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান হিসাবে কাজ করার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ দশম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ থাকেন তাঁদের ইলেক্ট্রিশিয়ান হিসাবে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া, সরকারি ইলেক্ট্রিক্যাল ইনস্পেক্টর কর্তৃক প্রদত্ত ওয়্যারম্যান পারমিট থাকাও জরুরি। সঙ্গে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
হিন্দুস্তান কপার লিমিটেড বা HCL সংস্থার বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের নিয়োগের জন্য বয়সের ছাড় দেওয়া থাকবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে HCL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে “ক্যারিয়ার” বিভাগ নির্বাচন করতে হবে। এরপর নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে নিতে হবে। তার আগে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আবেদনপত্র খুললে সেখানে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করার পর আবেদন ফি জমা দিতে হবে। এবং ভবিষ্যতে প্রমাণ স্বরূপ আবেদন ফি জমা দেওয়ার রিসিপ্ট কপি বের করে নিতে হবে।
আবেদন ফি
সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। এবং SC, ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আবেদন পত্র জমা দিতে হবে।
আবেদন করার সময়সূচি
আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।