Job Vacancy 2025: পুজোর মরশুমে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করছে এই সংস্থা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job Vacancy 2025: আপনি কী দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সরকারি চাকরিতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে এনআইটি দুর্গাপুর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি।

বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ:-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। উল্লিখিত পোস্টে চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের পেপার-বেসড ডায়গনোস্টিক্স, মলিকিউলার ডায়গনোস্টিক্স নিয়ে কাজে অভিজ্ঞ এবং ওয়েটল্যাব ওয়ার্কে দক্ষ হতে হবে। তবেই মিলবে বিশেষ অগ্রাধিকার।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্সেস,মলিকিউলার বায়োলজি নিয়ে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। এছাড়াও নিযুক্তদের একবছরের চুক্তির মেয়াদে কাজে নিয়োগ করা হবে। পরে অভিজ্ঞতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।

আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৭ হাজার টাকা। এছাড়াও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, স্কুল শিক্ষক সহ অন্যন্য পদ মর্যাদায় কর্মী নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে। অনলাইনে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে পোস্টিং দেওয়া হবে। চাকরিতে আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। মোট শূন্যপদের সংখ্যা ৪৯৯। আগ্রহী প্রার্থীরা- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএ) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) প্রবেশনার, সেফটি অফিসার, অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স সুপারভাইসর প্রবেশনার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) প্রবেশনার, কেমিস্ট প্রবেশনার, ড্রাফটসম্যান, অফিস এগজিকিউটিভ, অপারেটর-টেকনিশিয়ান প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট টিচার (হাইস্কুল) এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগদের জন্য আবেদন জানাতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।