Government Job News: সরকারি চাকরিতে সুবর্ণ  সুযোগ আগ্রহী প্রার্থীদের জন্য। এই সংস্থার বিভিন্ন পোস্টে চলছে কর্মী নিয়োগ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Government Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন? কিন্তু মন মতো চাকরি পাচ্ছেন না! সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। হুগলী কোচিন শিপইয়ার্ডে বিভিন্ন পদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

হুগলী কোচিন শিপইয়ার্ডের শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এছাড়াও ইলেক্ট্রিক্যাল, পাইপিং এবং স্ট্রাকচারাল বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। তিনটি বিভাগেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। কাজের মেয়াদ তিন বছরের। প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪,৪০০ টাকা, দ্বিতীয় বছর বেতন হবে ২৫,১০০ টাকা এবং শেষ বছর ২৫,৯০০ টাকা করে মাসে বেতন মিলবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (Government Job News):-

এই পোস্টে চাকরির আবেদনের জন্য চাকরি প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য বিশদে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

কীভাবে আবেদন করবেন (Government Job News):-

আপনি যদি এই পোস্টে চাকরির জন্য ইচ্ছুক হন তাহলে আপনাকে প্রথমে হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এরপর সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ৩০ জুন। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেডের ওয়েবসাইট দেখতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

অন্যদিকে, ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার চাকরির সুযোগ মিলবে কলকাতা শহরে। তাও মিলবে সরকারি চাকরির সুযোগ। কলকাতা মেট্রোয় হবে কর্মী নিয়োগ। সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কারা আবেদন করতে পারবে এই পদের জন্য।

শূন্যপদ-

জেনারেল ম্যানেজার/ এক্সপার্ট নিয়োগ করা হবে। সিগন্যাল ও টেলিকম বিভাগে হবে নিয়োগ। এমনই উল্লিখিত আছে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে। এই পদে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শূন্যপদ রয়েছে একটি।

সময়সীমা-

জেনারেল ম্যানেজার/ এক্সপার্ট নিয়োগ করলে কলকাতা মেট্রো রেল। শূন্যপদ রয়েছে একটি। এই পদে নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। ছয় মাসের জন্য হবে নিয়োগ। কাজের মেয়াদ বাড়বে কাজের ওপর ভিত্তি করে। এই পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও।

যোগ্যতা-

জেনারেল ম্যানেজার/ এক্সপার্ট পদে হবে নিয়োগ। এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। তেমনই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনও সংস্থা অথবা রেলওয়েতে কাজ করেছেন, এমন ব্যক্তি যার সিগন্যাল ও টেলিকম বিভাগে কাজের অভিজ্ঞতা আছে তিনি আবেদন করতে পারেন।

বয়সের সীমা-

জেনারেল ম্যানেজার/ এক্সপার্ট পদে আবেদন করতে হলে থাকতে হবে বয়সের সীমা। এই পদে প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে কলকাতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।