Govt Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুবর্ন সুযোগ। রিজার্ভ ব্যাঙ্কের একাধিক পদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে জানাবেন আবেদন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Govt Job News: সরকারি চাকরি প্রার্থীদের হন্যে হয়ে চাকরি খোঁজার দিন শেষ! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলছে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্কের বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য আগ্রহী প্রার্থীদের আবেদন অনলাইন মারফত গ্রহন করা হবে।
কোন কোন পদে চলছে নিয়োগ?
জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ ট্রেনি পদে কাজের সুযোগ মিলবে। ডেপুটি ম্যানেজার পদে সংস্থার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৮৮। সমস্ত পদে সংস্থায় কর্মরত এবং বহিরাগত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। নিযুক্তদের প্রথমে কিছু সময়ের জন্য ‘প্রোবেশন’-এ রাখা হবে। তাঁদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্যান্য রাজ্যে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে থেকে সংশ্লিষ্ট পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন বলে জানানো হয়েছে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যাবে মূল বিজ্ঞপ্তিতে। এছাড়াও ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩১ বছর ও ১৮-২১ বছরের মধ্যে। যোগ্য চাকরি প্রার্থীদের বেতন হবে বার্ষিক ১৯ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):-
জানা গিয়েছে উল্লিখিত পদগুলিতে আবেদনের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি-র কিছুটা ছাড় রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া জমা দেওয়া যাবে এবং পরীক্ষা নেওয়া হবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্টষ।
অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশে। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লিখিত দুটি পদ হবে নিয়োগ। প্রকাশ্যে এসেছে এমনই বিজ্ঞপ্তি। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ, কারা আবেদন যোগ্য। জানা যাচ্ছে, সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। নিয়োগ হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। আইনে এলএলবি ডিগ্রি আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারেন। এক্ষেত্রে তাদের অন্তত পাঁচ বছর ফৌজদারি মামলায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন। আবেদনের সময় সীমিত।
মোট এক বছরের জন্য হবে নিয়োগ। পরে ওই মেয়াদ কাজের উৎকর্ষ অনুসারে বাড়তে পারে। ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। তিন সদস্যের কমিটি ওই ইন্টারভিউ নেবেন, যাঁদের মধ্যে ২ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট এবং রাজ্যের আইন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন। শীঘ্রই শুরু হবে নিয়োগ পদ্ধতি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


