সংক্ষিপ্ত
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কর্মচারী রাজ্য বিমা নিগম (এমপ্লয়িড স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন)-র চিকিৎসকদের চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে ESIC হাসপাতালে। জোকা ESIC হাসপাতালে হবে নিয়োগ। শূন্য পদ রয়েছে ৫৭টি। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কর্মচারী রাজ্য বিমা নিগম (এমপ্লয়িড স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন)-র চিকিৎসকদের চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি।
নিয়োগ
জোকা ESIC অ্যান্ড মেডিক্যাল কলেজ ও ইএসআইসি হসপিটাল অ্যা্ন্ড ওডিসি-র বিভিন্ন বিভাগের জন্য এই নিয়োগ হবে। আগামী ২০,২১,২২,২৩ এবং ২৪ নভেম্বর হবে নিয়োগ। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে প্রকাশিক বিজ্ঞপ্তি দেখে নিন।
শূন্যপদ
মোট শূন্যপদ রয়েছে ৫৭টি। ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম (ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল) এবং সিনিয়র রেসিডেন্ট এগনস্ট জিডিএমও পদে। এই সকল পদে নিয়োগ হবে ৫৬ জন। তেমনই একটি শূন্যপদ আছে সিনিয়র রেসিডেন্ট এগেনস্ট জিডিএমও।
আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স কত হবে তা উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্ছীদের অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি হতে হবে। নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ১,৩৩,৬৪০ টাকা প্রতি মাসে। দুটি পদেই প্রাথমিক ভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এরপর সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম পদে নিযুক্তদের কাজের মেয়াদ আরও দু বছর বাড়ানো হতে পারে।
চিকিৎসক নিয়োগ
৫৭টি শূন্যপদের মধ্যে যে সকল বিভাগগুলোতে চিকিৎসকদের নিয়োগ হবে তা হল- জেনারেল মেডিসিন, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিক্স, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলিজ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অপথ্যালমোলজি, অটোরহিনোল্যারিঙ্গোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রেডিয়োলজি, রেডিয়েশন অনকোলজি/রেডিয়োথেরাপি, আইসিইউ/ এমনআইসিইউ/ আইসিসিইউ, এনআইসিইউ/ পিআইসিইউ, অ্যানাস্থেশিয়া, অ্যানাটমি-সহ একাধিক পদে হবে নিয়োগ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Government Jobs 2023: হাজার হাজার কেন্দ্র সরকারি চাকরিতে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
কর্মী নিয়োগ বন্ধন ব্যাঙ্কে, উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন