Job News: চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ। জানুন আবেদনের শেষ তারিখ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে একাধিক পদে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। জানা গিয়েছে, এই সংস্থায় একাধিক পদে অভিজ্ঞ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের চাকরির জন্য আবেদন জানাতে হবে অনলাইনে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে ( Government Job News):-

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল-প্ল্যানিং, এসএইচই এক্সপার্ট, সিভিল হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, সিভিল-রেল অ্যালাইনমেন্ট ডিজাইন, সিভিল-জিআইএস স্পেশালিস্ট, সিভিল-বিআইএম মডেলার) পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা কত ?

এই সমস্ত পদে নিয়োগের জন্য মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১৬। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের বয়সসীমা:-

ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৪১ এবং ৩২ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে। ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের মাসিক বেতন কাঠামো হবে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০ টাকা এবং ৪০,০০০-১,৪০,০০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-

এই সমস্ত পদে চাকরির জন্য আবেদনকারীদের পৃথক পৃথক যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি রয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই। আগ্রহী চাকরি প্রার্থীরা তার আগে অনলাইনের মাধ্যমে সমস্ত নথি সহ তথ্য আপলোড করতে পারবেন। এছাড়াও বিশদে জানতে সংস্থার ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলছে কর্মী নিয়োগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার বিভিন্ন পদে রয়েছে চাকরির সুযোগ। জানা গিয়েছে, ৫০০-রও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশদ তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্কে প্রোবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৫৪১। নিযুক্তদের প্রবেশন পিরিয়ডে রাখা হবে দুই বছর। এর পর তাঁদের কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে উন্নীত করা হবে। নিয়োগের পর কর্মীদের বেতন কাঠামো হবে মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে তিনটি পর্যায়ে। সেগুলি হল— প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সসারসাইজ ও ইন্টারভিউ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।