- Home
- Career
- Education
- বাতিল হতে পারে মাধ্যমিকের বাংলা পরীক্ষা? প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়? উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা
বাতিল হতে পারে মাধ্যমিকের বাংলা পরীক্ষা? প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়? উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা
আজ থেকে শুরু হল শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ২০২৫। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। বাংলা পরীক্ষায় শুরুর আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র। তাহলে কি বাতিল হতে চলেছে এই পরীক্ষা?
- FB
- TW
- Linkdin
)
আজ ১০ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা।
)
আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এ বছর মোট ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা দিলেন প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী।
)
প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে।
ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক নিয়ে একগুচ্ছ গাইডলাইনও জারি করা হয়েছে।
তবে কথায় আছে ‘বজ্র আঁটুনির ফস্কা গেরো’! এবার সম্ভবত এমনটাই ঘটল মাধ্যমিক পরীক্ষার আগের দিন।
বাংলা পরীক্ষায় শুরুর আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র।
ভিডিও আকারে প্রশ্নপত্রটি শেয়ার দাবি করা হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল প্রশ্নপত্রটি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ২০২৫ এর মাধ্যমিকের বাংলা প্রশ্ন পত্র।
প্রশ্ন উঠছে ওই প্রশ্নপত্র কি সত্যিই মাধ্যমিকের (Madhyamik) বাংলা পরীক্ষার?
আসলে তা নয়। জানা যাচ্ছে, ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা পরীক্ষার হলেও সেটি আসলে টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন পত্র। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র।