রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশ লিমিটেড (NHPC) ৩৬১ টি আইটিআই, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে। প্রশিক্ষণ এক বছর মেয়াদী এবং মাসিক সাম্মানিক ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ১১ ই অগাস্ট।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশ লিমিটেডে হবে কর্মী নিয়োগ। নিয়োগ হবে একাধিক পদে। বুধবার সংস্থার প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। দেশের বিভিন্ন শহরে পোস্টিং দেওয়া হবে।
শূন্যপদ
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশ লিমিটেডে (NHPC)-তে কর্মী নিয়োগ। নিয়োগ হবে ৩৬১ জন। এই সংস্থায় নিয়োগ হবে আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। সব মিলিয়ে শূন্যপদ আছে মোট ৩৬১ টি। নিযুক্তদের সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।
বেতন
রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশ লিমিটেডে (NHPC)-তে হবে কর্মী নিয়োগ। এই সংস্থায় নিয়োগ হবে আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। মোট ৩৬১ হবে নিয়োগ। এই পদে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে যথাক্রমে ১২ হাজার, ১৩ হাজার ৫০০ এবং ১৫ হাজার টাকা।
বয়সের সীমা
সংস্থায় নিয়োগ হবে আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়। যোগ্যতার বাকি মাপকাঠি সম্পর্কে জানত চাইলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
সদ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশ লিমিটেডে (NHPC) পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আপনার নাম নথিভুক্ত করুন। এরপর ওয়েবসাইটে গিয়েও প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন। এরপর মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত পেয়ে যাবেন ওয়েবসাইটে। তাই দেরি না করে আবেদন করতে পারেন।
তাই দেরি না করে আবেদন করুন। NHPC-তে কর্মী নিয়োগ হবে শীঘ্রই। নিয়োগ হবে ৩৬১ জন। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন।


