পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে ১৫৪৩ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ। বুধবার এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। আগ্রহীরা অনলাইনে অবেদন করতে পারেন। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। দেখে নিন কয়টি শূন্যপদ আছে, কিংবা আবেদন করবেন কী ভাবে। রইল বিস্তারিত।

শূন্যপদ

সংস্থায় নিয়োগ হবে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে। মোট শূন্যপদ ১৫৪৩। তবে তা পরিবর্তন সাপেক্ষ। নিযুক্তেরা সংস্থার ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের পোস্টিং হবে বিভিন্ন অঞ্চলে। তাঁদের দু বছরের নির্ধারিত মেয়াদের জন্য সংস্থায় হবে নিয়োগ। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করতে পারেন। 

বয়সের সীমা ও বেতন

শীঘ্রই রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে মিলবে কাজের সুযোগ। সংস্থায় নিয়োগ হবে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে। মোট শূন্যপদ ১৫৪৩। ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে হবে নিয়োগ। আবেদনকারীদের বয়স হতে হবে ২৯-র মধ্যে। ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৩০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা। এবং ২৩ হাজার থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা।

যোগ্যতা

ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে হলে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি

মিলবে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ। এই সংস্থায় আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করতে ৪০০ থেকে ৩০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।