সংক্ষিপ্ত
পার্কস্ট্রিট এসপ্লানেডের মধ্য ট্রাকে জল জমে ছিল। যার ফলে ব্যহত হয় মোট্রোর পরিষেবা এবং সমস্যায় পড়ে মোট্রো যাত্রীরা।
রেমাল তান্ডবে বেহাল দশা কলকাতা শহরের। রবিবার রাতের সাইক্লোনের জেরে সোমবার সকাল থেকে বেহাল দশা কলকাতা মেট্রোর। যার জেরে সমস্যায় পড়েন মেট্রো যাত্রীরা। জানা গিয়েছে যে, পার্কস্ট্রিট এসপ্লানেডের মধ্য ট্রাকে জল জমে ছিল। যার ফলে ব্যহত হয় মোট্রোর পরিষেবা এবং সমস্যায় পড়ে মোট্রো যাত্রীরা।
এই সমস্যার জন্য দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। সম্পূর্ণভাবে ট্রেনের পরিষেবা দিতে মেট্রোর ট্রাকের থেকে জল সরানোর চেষ্টা চলছে। যাতে দ্রুত মেট্রো রেলের সম্পূর্ণ পরিষেবা পান যাত্রীরা।
শুধু মেট্রো রেল নয়, কলকাতার রাস্তায় বেশ কিছু জায়গায় জল জমা এবং গাছ উপড়ে পড়েছিল। যুদ্ধকালীন তৎপড়তায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করেছে কলকাতা পুরসভা।