দক্ষ ডাটা সায়েন্টিস্টদের জন্য বড় বড় সংস্থাগুলি কোটি কোটি টাকা খরচ করছে। তাই এই কোর্স শেষ করলেই মোটা বেতনের চাকরির অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
অনেকেই ভালো চাকরি পাবে বলে নানা ধরনের কোর্স করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন, সবসময় কেরিয়ার গড়তে সঠিক কোর্স বেছে নেওয়া জরুরী। আর সেইসব কোর্স শেষ করতে পারলেই মিলতে পারে মোটা টাকার চাকরি। যা অনেকের কাছে স্বপ্ন মনে হতে পারে। এমন কিছু ডিগ্রি আছে, সেগুলো অর্জনের পর যে চাকরি মিলবে তার বেতনের অঙ্ক থাকবে লাখের উপরে। তাই ভবিষ্যতে যদি ভালো বেতনের চাকরি করতে চান তবে এই কোর্সগুলোর কথা একবার ভাবতেই পারেন।
১) ডাটা সায়েন্স – (বেতন হতে পারে ৬ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত)
বর্তমান যুগে আকাশছোঁয়া চাহিদা ডাটা সায়েন্সের । এই কোর্সের মাধ্যমে শেখানো হয় কম্পিউটার, ব্যবসা এবং AI-এর সংমিশ্রণে পরিসংখ্যান, বিগ ডাটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং মতো বিষয়গুলো। তাই এই কোর্স শেষ করলেই মোটা বেতনের চাকরির অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
২) সফটওয়্যার ডেভেলপমেন্ট – (বাড়িতে বসে রোজগার হতে পারে লাখ টাকা)
সফটওয়্যার ডেভেলপমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। এই কোর্সে শেখানো হয় সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট এবং সাপোর্টের বিষয়গুলো । এই কোর্স শিখে নিতে ফ্রিল্যান্স করেও লাখ টাকা উপার্জন করা খুব একটা কঠিন কাজ নয়।
৩) সাইবার সিকিউরিটি - (৬ থেকে ১২ লক্ষ টাকা বেতন মিলতে পারে)
সাইবার হামলার ঘটনা দিন দিন বাড়ছে বলেই এই কোর্সের চাহিদা তুঙ্গে । সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের গুরুত্ব বেড়ে চলেছে বিশ্বের বিভিন্ন সংস্থাগুলোর কাছে। ফলে এই কোর্স করতে পারলেই মিলবে বড় বড় সংস্থায় মোটা অঙ্কের বেতনের চাকরি।
৪) ডাটা অ্যানালিটিক্স – (ব্যবসা ও প্রযুক্তির ভবিষ্যৎ বলা যায়)
পরিসংখ্যান বলছে, ডাটা অ্যানালিস্টদের চাহিদা কয়েকগুণ বাড়বে আগামী দিনগুলোতে । তাই এই কোর্স সফলভাবে শেষ করতে পারলে নিশ্চিত ভালো চাকরি মিলতে পারে।
৫) ক্লাউড কম্পিউটিং – (ডিজিটাল বিপ্লবের জন্য এই কোর্স)
বর্তমানে ক্লাউড প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে বিশ্বের বহু বড় সংস্থা । ক্লাউড কম্পিউটিং সফলভাবে শেখার পরে গুগল, আমাজন, মাইক্রোসফটের মতো সংস্থায় মিলতে পারে চাকরির সুযোগ । সেক্ষেত্রে বেতন হতে পারে লাখ টাকার বেশি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
