সংক্ষিপ্ত
বঙ্গ বিধানসভায় মিলল এই বিধি প্রণয়ের ছাড়পত্র। জানা গিয়েছে, ২০২৪ সালের শেষের দিকে রাজ্য সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষকদের অর্থাৎ স্পেশ্যাল এডুকেটরদের নিয়ে বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার।
কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ(SSC Scam)। ২০১৬ সালের SSC প্য়ানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২৬ হাজার চাকরির মামলা এখনও ঝুলে শীর্ষ আদালতে (Supreme Court)। শিক্ষক নিয়োগে আর কোনও ঝুঁকি না নিতে এবার থেকে বিধি প্রণয় প্রস্তাব আনছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, বিদ্যালয়ে শিক্ষকতার জন্য আগেই বিধি তৈরি করে ফেলেছিলো রাজ্য সরকার (West Bengal News)। এবার বঙ্গ বিধানসভায় মিলল এই বিধি প্রণয়ের ছাড়পত্র। জানা গিয়েছে, ২০২৪ সালের শেষের দিকে রাজ্য সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষকদের অর্থাৎ স্পেশ্যাল এডুকেটরদের নিয়ে বিশেষ উদ্যোগ নেয় রাজ্য সরকার।।
জানা গিয়েছে, এবার থেকে চাকরিতে স্থায়ী হতে চলেছেন স্পেশ্যাল এডুকেটরদের শিক্ষকরা। এই শিক্ষকদের জন্য আগেই বিধি তৈরি করেছিল রাজ্য সরকার। সেই বিধিতে রাজ্যের এই সমস্ত শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছিল। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয় প্রস্তাব ছাড়পত্র পেয়েছে।
রাজ্য সরকার ২০২৪ সালের শেষের দিকে এই বিষয়ে উদ্যোগী হয়ে ওঠে। সেই সময় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত নিয়মাবলি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হল ১০ বছরের জন্য OMR শিটের সংরক্ষণ। আর এই ওএমআর শিট সংরক্ষণের জেরে বর্তমানে ২০১৬ সালের ২৬ হাজার চাকরির মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে। অন্যদিকে এবার থেকে রাজ্য সরকার স্পেশ্যাল এডুকেটরদের শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে চলেছে। এতদিন পর্যন্ত এই সমস্ত শিক্ষকরা চুক্তি ভিত্তিক চাকরিতে বহাল ছিলো।
স্পেশ্যাল এডুকেটরদের শিক্ষকদের (Special Educator Teacher) নিয়োগের খসড়াতে খুশি শিক্ষকদের ঐক্য মঞ্চের সদস্য কিঙ্কর অধিকারী। তিনি বলেন, ''সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার স্কুলগুলিতে স্পেশ্যাল এডুকেটরদের শিক্ষকদের স্থায়ী চাকরির জন্য যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।'' শুধু তাই নয়, তিনি এই নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত করা যায় তার জন্যও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এখন দেখার রাজ্যের সদিচ্ছায় কতদিনে স্পেশ্যাল এডুকেটরদের শিক্ষকদের স্থায়ী চাকরির শিঁকে ছেঁড়ে।