সংক্ষিপ্ত
উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের এবার নয়া উদ্যোগ। বানানো হচ্ছে বিশেষ ইউটিউব স্টুডিও (Youtube Studio)।
উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের এবার নয়া উদ্যোগ। বানানো হচ্ছে বিশেষ ইউটিউব স্টুডিও (Youtube Studio)।
এবার থেকে নিজস্ব ইউটিউব চ্যানেলে আসবে নানারকম শিক্ষামূলক কন্টেন্ট। সেইজন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তৈরি করছে নিজস্ব স্টুডিও। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “এই স্টুডিও তৈরি হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সল্টলেক অফিসের ভিতরেই। শিক্ষামূলক নানা আলোচনা থেকে শুরু করে বিশেষজ্ঞ এবং শিক্ষকদের মাধ্যমে পড়ুয়াদের ক্লাসের জন্য প্রয়োজনীয় শ্যুটিং সেখানেই করা হবে।”
তিনি বলেছেন, যদি কোনও পড়ুয়া কোনও লাইভ সেশন দেখতে না পান, সেক্ষেত্রে পরে সে ইউটিউবে ঐ রেকর্ডিং দেখে নিতে পারবেন। ফেসবুক পেজেও সেই একই ভিডিও আপলোড করা হবে বলে জানিয়েছেন চিরঞ্জীববাবু।
প্রসঙ্গত, করোনার সময়ে যখন বহুদিন স্কুল বন্ধ ছিল, তখন এইরকমই কিছু বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছিল রাজ্যের শিক্ষা দফতর। সেইসব ক্লাস মূলত হত বেসরকারি টিভি চ্যানেলগুলিতে। সংসদ কর্তাদের কথায়, ঐ সমস্ত ক্লাসগুলির ফলে উপকৃত হয়েছিল বহু পড়ুয়া।
তখন অবশ্য নিজেদের স্টুডিও ছিল না। যদি থাকত, তাহলে হয়ত আরও বেশি করে ক্লাস নেওয়া যেত। তাই এবার স্টুডিওর সঙ্গে এডিটিং-এর ব্যবস্থাও রাখছেন তারা।
উল্লেখ্য, এখন একাদশ শ্রেণিতেই পড়ুয়াদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। শিক্ষকরা জানিয়েছেন, সেই ট্যাবে ইন্টারনেট কানেকশন নিয়ে নিলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব এবং ফেসবুক উভয়ই দেখতে পাবে পড়ুয়ারা।
এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ডেটা সায়েন্সের (Data Science) মতো নতুন কিছু বিষয়ও ইতিমধ্যেই চালু হয়েছে উচ্চমাধ্যমিক স্তরে। এই দুটি বিষয়ে আরও বেশি সংখ্যক ক্লাস হলে তাতে পড়ুয়ারা উপকৃত হবেন বলেই মনে করছে শিক্ষকমহল।
সবমিলিয়ে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেন আরও আধুনিকতার পথে একধাপ পা বাড়াল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।