পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যভবনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ৩৫ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৫।
আপনি যদি সরকারি চাকরি করতে ইচ্ছুক হন তবে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দিতে চলেছেন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এই নয়া নির্দেশিকায় থাকছে প্রচুর শূণ্যপদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নিয়োগে স্বাস্থ্যভবনে নিয়োগে আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য প্রস্তুতি নিন। কারণ এই সুযোগ হাতছাড়া করলেই পস্তাবেন।
মমতা সরকারের এই নিয়োগের জন্য আবেদন পক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যভবনে স্টাফ হাউজ পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জানতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এছাড়া আবেদন করতে হলেও এই অফিসিয়াল সাইটেই আবেদন করতে হবে। এই নিয়োগে কত বেতন মিলবে এমন সংক্রান্ত একাধিত তথ্য পেতে সরাসরি দেখুন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।
এই নিয়োগে আবেদনের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৫। ফলে হাতে সময় খুব কম। তাই আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন। সবচেয়ে বড় বিষয় হল এই নিয়োগে কোনও রকম লিখিত ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২৩ টি জেলা থেকে প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন। অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়া কেবলমাত্র ইন্টারভিউতে পাশ করলই রাজ্য সরকারের অধীনে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে সকল চাকরি প্রার্থীরা একটা সরকারি চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারা আজই এই নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলুন। এই সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া হতে দেবেন না।
