সংক্ষিপ্ত
আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.easterncoal.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন পদে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইস্টার্ণ কোলফিল্ড লিমিটেড (Eastern Coalfields Limited)। ইস্টার্ণ কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাইনিং সির্ডার (Mining Sirdar) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.easterncoal.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
ECL Mining Sirdar Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে। ইচ্ছুক প্রার্থীদের ১০ মার্চ, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
ECL Mining Sirdar Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ণ কোলফিল্ড লিমিটেড (Eastern Coalfields Limited)
পদের নাম: মাইনিং সির্ডার
কাজের স্থান: পশ্চিমবঙ্গ
শূন্যপদের সংখ্যা: ৩১৩টি
শূন্যপদের বিবরণ:
জেনারেল ক্যাটাগরি- ১২৭টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গ- ৩০টি পদ
ওবিসি- ৮৩টি পদ
তফসিলি জাতি- ৪৬টি পদ
তফসিলি উপজাতি- ২৩টি পদ
ECL Mining Sirdar Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ১০+২ পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডিজিএমএস থেকে বৈধ মাইনিং সির্দারশিপ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অবশ্যই জমা দিতে হবে। এছাড়াও প্রার্থীদের বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং বৈধ প্রাথমিক চিকিৎসার শংসাপত্র জমা দিতে হবে।
অথবা
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বৈধ ডিগ্রীর সার্টিফিকেট, বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং বৈধ প্রাথমিক চিকিৎসা শংসাপত্র জমা দিতে হবে।
আরও শিক্ষাগত যোগ্যতার বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যান।
ECL Mining Sirdar Recruitment 2022: আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে ২০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ, ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারেন:
ECL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান - easterncoal.gov.in
হোমপেজে দেওয়া 'Recruitment' ট্যাবে যান
এখন, হোমপেজে উপলব্ধ অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন
আপনার বিস্তারিত তথ্য প্রদান করুন
এরপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন ও জমা করুন
সবশেষে ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন
ECL Mining Sirdar Recruitment 2022: বেতনক্রম
প্রার্থীদের মাসিক ৩১ হাজার আটশত বাহান্ন টাকা বেতন দেওয়া হবে।
ECL Mining Sirdar Recruitment 2022: বিশেষ ঘোষণা
এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড রাজ্যে কয়লা খনির কাজে নিযুক্ত কোল ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা, ইস্টার্ণ কোলফিল্ডস লিমিটেড (ইসিএল), মাইনিং সির্ডার পদের জন্য একটি সংক্ষিপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের http://www.easterncoal.gov.in/notices/recruitment/20220203_miningsirdar.pdf মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা