সংক্ষিপ্ত
আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট https://hal-india.co.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট (Engineering Graduate) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (Diploma Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট https://hal-india.co.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
HAL Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
HAL Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)
পদের নাম: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১৬৫টি
শূন্যপদের বিবরণ:
ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার- ৫টি পদ
কম্পিউটার ইঞ্জিনিয়ার- ৫টি পদ
সিভিল ইঞ্জিনিয়ার- ২টি পদ
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ১৮টি পদ
ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ার- ২০টি পদ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- ৩০টি পদ
প্রোডাকশন ইঞ্জিনিয়ার- ৪টি পদ
ইনস্টুমেনটেশন ইঞ্জিনিয়ার- ৩টি পদ
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস-
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার- ২টি পদ
কম্পিউটার ইঞ্জিনিয়ার- ৫টি পদ
সিভিল ইঞ্জিনিয়ার- ২টি পদ
কম্পিউটার ইঞ্জিনিয়ার- ৫টি পদ
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার- ২০টি পদ
ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ার- ১৫টি পদ
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- ৩০টি পদ
মেটালার্জি- ২টি পদ
পলিমার- ২টি পদ
HAL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট- প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।
HAL Recruitment 2022: আবেদন পদ্ধতি
যে সকল প্রার্থীরা PWD/XSM/HAL ওয়ার্ড ক্যাটাগরিতে আবেদন করতে চান তাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের একটি কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঠাতে হবে। সে ক্ষেত্রে অথরিটি দ্বারা ইস্যু করা সার্টিফিকেটের একটি কপি পাঠাতে হবে এই ঠিকানায়- ‘DGM- Training and Skill Development, Hindustan Aeronautics Limited, Aircraft Division, Nasik, Post: Ojhar Township, Tal: Niphad, Dist: Nasik, Maharashtra: 422207’।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের https://drive.google.com/file/d/1bcfzkPdqDf3huwIpZ1fZtmp1lPiGScFn/view?usp=sharing মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা