সংক্ষিপ্ত
আগ্রহীরা আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট iari.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- সম্প্রতি মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (ICAR- Indian Agricultural Research Institute)। আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেকনিশিয়ান (Technician) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট iari.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
ICAR- IARI Technician Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১০ জানুয়ারি, ২০২২ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
ICAR- IARI Technician Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (ICAR- Indian Agricultural Research Institute)
পদের নাম: কোয়ালিটি অ্যাসোরেন্স লিড, কোয়ালিটি অ্যাসোরেন্স ইঞ্জিনিয়ার, ডেভেলপার (ফুল স্টক জাভা), ডেভেলপার (মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট), ইউআই/ ইউএক্স ডিজাইনার, ক্লাউড ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, টেকনোলজি আর্কিটেক্ট, ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট, ইন্টিগ্রেশন এক্সপার্ট
শূন্যপদের সংখ্যা: ৬৪১টি
ICAR- IARI Technician Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ১৮.১২.২০২১
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন- ১০.০১.২০২২
অবজেক্টিভ টাইপ পরীক্ষার দিন- ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, ২০২২
ICAR- IARI Technician Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা অনলাইনে আবেদন করতে চান তাদের একটি সরকার স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক কলামে প্রাপ্ত নম্বরের শতাংশ (নিকটতম দুই দশমিকে গণনা করতে হবে) নির্দিষ্টভাবে নির্দেশ করতে হবে।
ICAR- IARI Technician Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
ICAR- IARI Technician Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, ওবিসি (নন-ক্রিমি লেয়ার), অর্থনৈতিক ভাবে অনগ্রসর ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন চাকরিজীবীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
সম্পূর্ণ নোটিশটি পড়ার জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1116787619894642497155.pdf ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: TCG Crest-কলকাতায় তৈরি হবে আন্তর্জাতিকমানের গবেষণা কেন্দ্র,উদ্যোগী টিসিজি গোষ্ঠী