সংক্ষিপ্ত
আগ্রহীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কোস্ট গার্ড, জিডি, সিপিএল (এসএসএ), টেকনিক্যাল এবং অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Join Indian Coast Guard 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Join Indian Coast Guard 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)
পদের নাম: জেনারেল ডিউটি, কমার্সিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ), টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল)
শূন্যপদের সংখ্যা: ৫০টি
শূন্যপদের বিবরণ:
জেনারেল ডিউটি- ৩০টি পদ
কমার্সিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ)- ১০টি পদ
টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল)- ১০টি পদ
Join Indian Coast Guard 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_8_2122b.pdf করে দেখতে পারেন।
Join Indian Coast Guard 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে আবেদনকারী প্রার্থীদের নিয়ে প্রথমে একটি বাছাই তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে। ওই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বাছাই প্রার্থীদের নির্দিষ্ট সময়ে ও স্থানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই পরীক্ষায় মেন্টাল এবিলিটি টেস্ট (Mental Ability Test)/ কগনিটিভ অ্যাপটিটিউট টেস্ট (Cognitive Aptitude Test) এবং পিকচার পারসেপশন এবং ডিসকাশন টেস্ট (Picture Perception & Discussion Test/PP&DT) ইত্যাদি নানান বিভাগে পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার আধারে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদের চূড়ান্ত পর্বের নির্বাচনের জন্য ডাকা হবে। চূড়ান্ত পর্বের নির্বাচনে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টাস্ক, ইন্টারভিউ ইত্যাদি বিষয়গুলি অনুষ্ঠিত হবে। PSB-এর সময় সমস্ত ডকুমেন্টের ভেরিফিকেশন হবে এবং FSB-এর সময় সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল কপি নিয়ে আসতে হবে।
Join Indian Coast Guard 2021: বয়সসীমা
জেনারেল ডিউটি- প্রার্থীদের জন্ম তারিখ ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০১ তারিখের মধ্যে হতে হবে
কমার্সিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ)-প্রার্থীদের জন্ম তারিখ ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০৩ তারিখের মধ্যে হতে হবে
টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল)- প্রার্থীদের জন্ম তারিখ ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০১ তারিখের মধ্যে হতে হবে
SC/ST ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ৫ বছরের ছাড় এবং ওবিসি (non-creamy layer) ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীদের কেন্দ্রীয় সরকার প্রদত্ত সমস্ত সুযোগ সুবিধে দেওয়া হবে।
আরও পড়ুন: CISF Recruitment: সিআইএসএফ-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কী করে শূন্যপদে আবেদন করবেন