সংক্ষিপ্ত

আগ্রহীরা ওয়েবসাইট  www.oil-india.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজার (Manager), সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (Superintending Engineer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট  www.oil-india.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Oil India Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে ও অফলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

Oil India Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)
পদের নাম: ম্যানেজার, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৫৫টি
ম্যানেজার (ERP-HR): ১টি পদ
সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (এনভায়রমেন্ট): ২টি পদ
সিনিয়র অফিসার (ইনস্ট্রুমেন্টেশন): ৬টি পদ
সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (রেডিওলজি): ১টি পদ
সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (শিশুরোগ): ১টি পদ
সিনিয়র মেডিকেল অফিসার: ১টি পদ
সিনিয়র সিকিউরিটি অফিসার : ১টি পদ
সিনিয়র অফিসার (সিভিল): ২টি পদ
সিনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল): ৮টি পদ
সিনিয়র অফিসার (মেকানিক্যাল): ২০টি পদ
সিনিয়র অফিসার (পাবলিক অ্যাফেয়ার্স): ৪টি পদ
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার / সিনিয়র ইন্টারনাল অডিটর: ৫ টি পদ
সিনিয়র অফিসার (এইচআর): ৩টি পদ

Oil India Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
সিনিয়র অফিসার (মেকানিক্যাল): ন্যূনতম ৬৫% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।
সিনিয়র অফিসার (পাবলিক অ্যাফেয়ার্স): ন্যূনতম ৬০% নম্বর সহ ন্যূনতম ২ বছর মেয়াদী গণযোগাযোগ / জনসংযোগ / সমাজকর্ম / গ্রামীণ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি।
সিনিয়র অ্যাকাউন্টস অফিসার / সিনিয়র ইন্টারনাল অডিটর: ICAI/ICMAI এর সহযোগী সদস্য।
সিনিয়র মেডিকেল অফিসার: মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত একটি স্বনামধন্য মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি ও ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা।
সিনিয়র সিকিউরিটি অফিসার: একটি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
 

Oil India Recruitment 2022: আবেদন ফি
জেনারেল/ওবিসি (এনসিএল) বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৫০০ টাকা + প্রযোজ্য কর দিতে হবে। SC/ST/PwBD/EWS/Ex-Servicemen শ্রেণীভুক্ত প্রার্থীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://www.oil-india.com/Document/Career/ADVERTISEMENT_NO_EX_RECT_2022-01_new0103.pdf ব্যবহার করতে পারেন। যে সকল প্রার্থীরা সরাসরি আবেদন করতে চান তারা এই লিঙ্কে www.oil-india.com গিয়ে আবেদন করতে পারেন।

আরও পড়ুন- প্রচুর শূন্যপদ, শর্ট সার্ভিস কমিশনে মহিলা ও পুরুষ নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী

আরও পড়ুন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে বিভিন্ন পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

আরও পড়ুন- শোরুম অন হুইলসের হাত ধরে এবার টাটা মোটরস লিমিটেড পৌঁছে যাবে গ্রামীণ এলাকায়