সংক্ষিপ্ত

আগ্রহীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- সম্প্রতি মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সার্কেল-বেসড অফিসার (Circle-based Officer) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
State Bank of India Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন শুরু- ০৯.১২.২০২১
রেজিস্ট্রেশনের শেষ দিন- ২৯.১২.২০২১
অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন- ২৯.১২.২০১
আবেদনপত্র কারেকশনের শেষ দিন- ২৯.১২.২০২১
অনলাইন আবেদনপত্র প্রিন্ট করার শেষ দিন- ১৩.০১.২০২২
এসবিআই সিবিও অ্যাডমিট কার্ড দেওয়ার শেষ দিন- ১২.০১.২০২২
এসবিআই সিবিও পরীক্ষার তারিখ- পরবর্তীতে প্রার্থীদের নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 
State Bank of India Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নাম: সিবিও
শূন্যপদের সংখ্যা: ১২২৬টি
State Bank of India Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের শেডিউল কমার্সিয়াল ব্যাঙ্কে বা রিজিওনাল রুরাল ব্যাঙ্কে অফিসার পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
State Bank of India Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।  
State Bank of India Recruitment 2021: নির্বাচিন পদ্ধতি
মূলত তিনটি স্তরে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থীদের প্রত্যেকটি স্তরে শর্টলিস্টিংয়ের ভিত্তিতে বাছাই করা হবে। 
মূল স্তরে পৌঁছনোর জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্ক্রিনিং টেস্ট দুটোতেই উত্তীর্ণ হতে হবে। 
State Bank of India Recruitment 2021: আবেদন ফি
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
State Bank of India Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
•    প্রার্থীদের এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে sbi.co.in অথবা sbi.co.in/careers বর্তমান রিক্রুটমেন্টের লিঙ্কে ক্লিক করতে হবে। 
•    এরপর প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। 
•    প্রার্থীরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি পূরণ করবেন। 
•    আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ ফর্মটি জমা করতে হবে। 
•    এরপর আবেদন ফি সহ আবেদনপত্রটি সাবমিট করতে হবে।  
•    ফর্মের একটি কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে
সরাসরি আবেদনের লিঙ্ক https://ibpsonline.ibps.in/sbircbonov21/

আরও পড়ুন: BRO Recruitment 2021- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ডার রোডস অর্গানাইজেশন, কীভাবে করবেন আবেদন

আরও পড়ুন: CISF Recruitment: সিআইএসএফ-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন কী করে শূন্যপদে আবেদন করবেন

আরও পড়ুন: WB SI Recruitment- পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি জানুন আবেদন করবেন কীভাবে

আরও পড়ুন: Central Coalfields Limited Apprentice Recruitment 2021- প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত