২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ তারিখ। পরীক্ষায় একাধিক বদল ছিল। বিশেষ করে সময়ে পরিবর্তন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় পরীক্ষা। এই বছর প্রায় সাড়ে ৯ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। অনলাইনের মাধ্যমে দুটি ওয়েবসাইটে ফল জানতে পারবেন। একটি হল wbresults.nic.in এবং অন্যটি wbbse.wb.gov.in। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গিয়েও পরীক্ষার্থীরা ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজাল্ট। আর সেটি হল - madhyamik result 2024। এছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাপ রয়েছে। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in। যে কোনও একটি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ফলাফল জানা যাবে। রেজাল্টের দিন ওয়েবসাইটগুলি অ্যাক্টিভেট করা হবে। সেখানে WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৪ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রোল নম্বর এবং ডেট অব বার্থ দিতে হবে। কনফার্ম করলেই স্ক্রিনে ভেসে উঠবে। তা ডাউনলোড করে সহজেই রেখে দিতে পারবেন।