সংক্ষিপ্ত

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট railtelindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেইটেল কর্প অফ ইন্ডিয়া লিমিটেড (Railtel Corp of India Limited)। রেইটেল কর্প অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজারিয়াল (Managerial) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট railtelindia.com থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Railtel Corp of India Limited Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Railtel Corp of India Limited Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: রেইটেল কর্প অফ ইন্ডিয়া লিমিটেড (Railtel Corp of India Limited)
পদের নাম: ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়ার ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ৬৯টি
শূন্যপদের বিবরণ
ডেপুটি ম্যানেজার- ৫২টি পদ
ম্যানেজার- ১০টি পদ
সিনিয়ার ম্যানেজার- ৭টি পদ
Railtel Corp of India Limited Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সকল প্রার্থীদের শিক্ষাগত/পেশাগত যোগ্যতা প্রাপ্তির ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ডিমড ইউনিভার্সিটি/স্বায়ত্তশাসিত/ UGC বা AICTE বা অন্য কোনো স্বীকৃত দ্বারা স্বীকৃত/অনুমোদিত প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলি থেকে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। 
অভিজ্ঞতার জন্য কেন্দ্র/রাজ্য সরকার/পিএসইউ/বেসরকারি খাতে কাজের অভিজ্ঞতা (যথাযথভাবে নথি দ্বারা সমর্থিত) বিবেচনা করা হবে। 
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে এই লিঙ্কে https://www.railtelindia.com/images/careers/Final%20Vacancy%20Notice-Including%20BackLog.pdf বিশদ বিবরণটি পড়ে দেখতে পারেন। 
Railtel Corp of India Limited Recruitment 2022: আবেদন ফি
অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য আবেদনের ফি ১২০০ টাকা এবং SC/ST/PwBD-এর জন্য ৬০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সংগ্রহ করা হবে। কোন প্রসেসিং চার্জ, ব্যাঙ্ক চার্জ, অ্যাপ্লিকেবল ট্যাক্স ইত্যাদি থাকে তবে তা আবেদনকারীকে বহন করবে।
Railtel Corp of India Limited Recruitment 2022: অন্যান্য তথ্য
প্রার্থীরা প্রতিটি গ্রুপে সর্বোচ্চ একটি পদের জন্য আবেদন করতে পারবেন। যদি কোনও প্রার্থী উভয় গ্রুপে আবেদন করতে চান তাহলে তাকে দুইবার আবেদনপত্র পূরণ করতে হবে এবং দুইবার ফি দিতে হবে। গ্রুপ I ও II পরীক্ষা আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হবে।
উল্লিখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এই বিশদ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.railtelindia.com/images/careers/Final%20Vacancy%20Notice-Including%20BackLog.pdf গিয়ে দেখতে পারেন।

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন