সংক্ষিপ্ত

  • করোনা ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
  • এই ঘোষণার দিকেই তাকিয়ে ছিল দেশ 
  • রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করে ডিসিজিআই
  • এর ফলে ভারতে ২টি ভ্যাকসিনের টিকাকরণ চালু হয়ে যাবে
     

ভারতেও এখন বৈধ করোনাভ্যাকসিনের সীমাদ্ধ জরুরি টীকাকরণ। এমনই ঘোষণা করে দিল কেন্দ্রীয় ড্রাগস কন্ট্রোলার ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া। রবিবার সকাল ১১টা নাগাদ এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল দিল্লি-তে পিআইবি দফতরে। সেখানেই কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের রেস্ট্রিকটেড এমার্জেন্সি ব্যবহারে গ্রিন সিগন্যাল দেওয়ার কথা ঘোষণা করেন ডিসিজিআই ডক্টর ভি জে সোমানি।