সংক্ষিপ্ত
বর্তমানে গোটা দেশে দৈনিক কোভিড কেস টানা ২৯ দিন ধরে এক লাখেরও কম রয়ে গিয়েছে। সেখানেই খানিকটা ফিরেছে স্বস্তি।
পুরোপুরি সঙ্কট মুক্ত না হলেও গোটা দেশেই ধীরে ধীরে অনেকটা কমেছে করোনা উদ্বেগ। এদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার ভারতে নতুন করে মোট ৪ হাজার ৩৬২ জন করোনার কবলে পড়েছেন বলে দেখা যাচ্ছে। যার ফলে বর্তমানে গোটা দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৯,৬৭,৩১৫টি। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এখনও পর্যন্ত গোটা দেশে সক্রিয় করোনা কেসের সংখ্যা ৫৪ হাজার ১১৮ নেমে এসেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। এখনও পর্যন্ত সাড়া দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ১০২।
এদিকে বর্তমানে গোটা দেশে দৈনিক কোভিড কেস টানা ২৯ দিন ধরে এক লাখেরও কম রয়ে গিয়েছে। সেখানেই খানিকটা ফিরেছে স্বস্তি। শেষবার ভারতে দৈনিক নতুন কেস ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল ২০২০ সালের ১৬ মে। আজ থেকে ৬৬০ দিন আগে দেশে শেষবার ৪ হাজার ৬৮৪টি করোনা কেস দেখতে পাওয়া গিয়েছিল। এদিকে বর্তমানে গোটা দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৬৮ শতাংশ।অন্যদিকে মোট সংক্রমণের মধ্যে মাত্র ০.১৩ শতাংশই বর্তমানে সক্রিয় রোগীর তালিকায় রয়েছে। রবিবারও দেশে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৫ হাজারের বেশি। প্রাণহানি হয় ১৫৮ জনের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ১৭৮ কোটি ৯০ লক্ষের বেশি মানুষ টিকা পেয়ে গিয়েছেন। আর সেই কারণেই গোটা দেশে করোনা পরিস্থিতির বড় উন্নতি দেখা যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। আর ঠিক সেই কারণেই সকলেই জোর দিচ্ছেন টিকাকরণের হারে উপর।
আরও পড়ুন- শান্তির বার্তা দিতে বাংলার বুকে করা হল মহাযজ্ঞের আয়োজন
আরও পড়ুন-খুশিতে ৩৬ হাজার রসগোল্লা বিতরণ তৃণমূল কাউন্সিলরের
আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাড়ি ফিরল ৩ পড়ুয়া, খুশির হাওয়া পরিবারে
সহজ কথায় টিকাকরণের হার বেড়ে গেলে যে পের নতুন করোনা ঢেউ আছড়ে পড়লেও সংক্রমণের গতি রোধ করা সম্ভব হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন, করোনা শেষ না হলেও এই বছরের মধ্যে অতিমারি শেষ হয়ে যাবে। সেই মতো দেশের নানা নীতিও ঠিক করা হচ্ছে। তবে ফের যদি করোনার নতুন কোনও রূপ চলে আসে, যেটি আবার সমস্যা সৃষ্টি করে, তাহলে হয়তো বিপদ হতে পারে।
আরও পড়ুন- ‘দ্য ওয়ারিয়ার ডেমোক্র্যাট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’, ধনখড়ের হাতে প্রকাশ পাচ্ছে নতুন বই