মঙ্গলবারেই রাজ্যে আসছে ৪ লক্ষ ভ্যাকসিন। রাজ্য়ে ক্রমগাত সংক্রমণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অসহায় প্রবীণ নাগরিকরা অনেকসময় আক্রান্ত প্রাণ হারাচ্ছেন। তাই কোভিডকে রুখতে রাজ্যকে বাঁচাতে ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র।
Covid 19 Live Update- স্থগিত আইপিএল, স্থগিত জেইই (মেইন), আরব পাঠালো অক্সিজেন
- ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি
- দেশের ১২টি রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষের উপরে
- দেশে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষের উপরে
- অক্সিজেনের জোগান ঠিক রাখতে দারুণ কাজ করছে ভারতীয় রেল
- FB
- TW
- Linkdin
দেশে করোনভাইরাস মহামারির সংকটের কারণে স্থগিত হয়ে গেল মে মাসের নির্ধারিত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) বা জেইই (মেইন) (JEE (main)) -এর অধিবেশন। মঙ্গলবার এই কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
কোভিড সুনামিতে ভারতে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। আরব আমির শাহি থেকে পাঠানো হল ১৪০ মেট্রিক টন অক্সিজেন। গুজরাতের মুন্দ্রা বন্দরে ৭টি কন্টেনারে আসে সেই সাহায্য। তারপর অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে দিল্লি সব উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় সেগুলি।
১৫ গুণ ক্ষতিকর, ৩-৪ দিনেই রোগীর অবস্থা হচ্ছে গুরুতর। আতঙ্ক বাড়ছে অন্ধ্রের নতুন করোনা স্ট্রেন নিয়ে
দেশে করোনার ঢেউ রুখতে লকডাউনই এখন একমাত্র উপায়। এর কারণ কেন্দ্রীয় সরকারের পুরোপুরি রণনীতিতে ব্যর্থতা। এমন কথাই বললেন রাহুল গান্ধী।
করোনার ধাক্কায় অনেক বিতর্কের পর অবশেষে বাতিল হল আইপিএল। বোর্ড কর্তা রাজীব শুক্লা সংবাদসংস্থা এএনআই-কে এই কথা জানান। বিদেশের ক্রিকেটাররা ভয়ে দেশে ফিরেছেন, ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার ঘটনায় ম্যাচ বাতিল হচ্ছে, কমেন্টেটার বায়ো বাবল ছেড়ে বিদেশে পালিয়েছেন, টুর্নামেন্ট বন্ধ করতে আদালতের দ্বারস্থও হয়েছেন অনেকে। আর তাই বিতর্ক থামিয়ে আইপিএল বাতিল করা হল। প্রসঙ্গত,কেকেআরএর-দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় গতকাল কেকেআর-বেঙ্গালুরু ম্য়াচ বাতিল হয়। একেবারে মাঝখানে ছিল আইপিএল।
দেশের আরও এক রাজ্যে লকডাউন ঘোষণা। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকের পর ১৫ মে পর্যন্ত বিহারে লকডাউন। টুইট করে লকডাউনের কথা ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।
অটো ও ট্যাক্সি চালকদের মাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লকডাউনের কারণে গাড়ির চাকা বন্ধ,রোজগার নেই, তা পাশে থাকার বার্তা দিয়ে কেজরির এই ঘোষণা।
পঞ্চম দফায় আমেরিকা থেকে এল কোভিড ত্রান। ৫৪৫টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে ভারতে উড়ে আসে মার্কিন বায়ুসেনার বিশেষ বিমান।
কোভিডে প্রভাবিত আইপিএল। সংবাদসংস্থা পিটিআই-তে প্রকাশ বিসিসিআই সূত্রে খবর চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ পিছিয়ে যেতে পারে। কারণ ধোনি, জাদেজা, রায়নারা এখন আইসোলেশনে আছেন। গতকাল, সোমবার কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ বাতিল হয়।
ভারতের পাশে দাঁড়াল ইজরায়েল। সুদূর ইজরায়েল থেকে এলে করোনা যুদ্ধ লড়ার সরঞ্জাম। বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি অক্সিজেন জেনারেটর পাঠিয়েছে ইজরায়েল।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লক্ষ ছাড়িয়েছে।
দেশে আরও একটা দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষের উপরেই থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ২৮৯ জন।
কুয়েত থেকে আজ ভারতে আসছে করোনা ত্রাণ। কোভিড যুদ্ধে লড়াই চিকিৎসা সরঞ্জাম, ২৫ মেট্রিক টনের ৩ টি সিলিন্ডার।
দিল্লিতে করোনা টিকা নেওয়ার ব্যাপক উৎসাহ। কোভিড থেকে সুরক্ষিত থাকতে টিকাকরণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন।
জম্মু-কাশ্মীরে বাড়ানো হল করোনা কার্ফুর মেয়াদ। পাশাপাশি রাজ্যের চার জেলা- শ্রীনগর, জম্মু, বারামুল ও বুদগানে লকডাউন করা হল বৃহস্পতিবার পর্যন্ত।
রাজধানী দিল্লি জুড়ে চলছে অক্সিজেনের হাহাকার। আক্রান্তের সংখ্যা বাড়ায় চাহিদা বাড়ছে। আর তাই দিল্লির অক্সিজেনের চাহিদা জোগাতে এগিয়ে এসেছে ভারতীয় রেল। অন্য রাজ্য থেকে দিল্লিতে অক্সিজেন নিয়ে আসছে ভারতীয় রেল। ট্রেনের নাম অক্সিজেন এক্সপ্রেস।
দেশের ১২টি রাজ্যে ১ লক্ষের বেশি সক্রিয় সংক্রমণের কেস আছে। সাতটি রাজ্যে আছে ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে।
পয়লা মে থেকে দেশের ১৮-৪৪ বছরের মধ্যে নাগরিকদের টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে ১২টি রাজ্যে। আগামী দিনে বাকি রাজ্যেও এটি শুরু হতে চলেছে।
দেশজুড়ে চলা করোনা কাঁপুনির মাঝে কিছুটা সুখবর এস দেশের বানিজ্যনগরী থেকে। মুম্বইয়ে কিছুটা কমল করোনার কাঁপুনি। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৬২৪ জন।