সংক্ষিপ্ত
- অক্সিজেনের অভাব দেখা দিয়েছে দেশের রাজধানী শহরে
- অক্সিজেনের হাহাকার মেটাতে ছুটছে ভারতীয় রেল
- অক্সিজেন জোগাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন নিয়ে যাচ্ছে রেল
- দুর্গাপুর থেকে দিল্লি গেল আরও একটি অক্সিজেন এক্সপ্রেস
করোনার কঠিন সময়ে দেশবাসীকে বাঁচাতে ছুটে চলেছে ভারতীয় রেল। দেশের রাজধানী দিল্লি সহ বেশ কিছু জায়গায় রোগীদের জন্য অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছে। আর উৎপাদন, জোগান আর চাহিদার মধ্যে ভারসাম্য আনতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে জীবনরেখা এক্সপ্রেস (অক্সিজেন এক্সপ্রেস)। কোভিড আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে আজ আরও একটা জীবনরেখা এক্সপ্রেস পাঠালো দেশের রাজধানীতে। দুর্গাপুর থেকে ৬টি অক্সিজেন কন্টেনার নিয়ে গতকাল দুপুরে সেই এক্সপ্রেসটি দিল্লি রওনা হয়েছিল।
আরও পড়ুন: করোনায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রতিটি অক্সিজেন কন্টেনারে আছে ২০ টন লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন। মানে মোট ১২০ মেট্রিক টন অক্সিজেন দুর্গাপুর থেকে ছাড়া জীবনরেখা এক্সপ্রেস থেকে পাবে দিল্লি। দ্রুত যাতে এই অক্সিজেন পৌঁছে দেওয়া যায় তাই গ্রিন করিডোর ব্যবহার করা হচ্ছে। দ্রুত পৌঁছে দেওয়ার কথা মাথায় রেখে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে গেল এই ট্রেন।
আরও পড়ুন: ইটাহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো-লরির সংঘর্ষে হত দুই শিশুসহ ৫
আসানসোল, ধানবাদ, দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে দিল্লি যাবে এই ট্রেন। কোথাও যাতে এই ট্রেনটি আটকে না পড়ে সেইজন্য বিশেষ টাস্ক ফোর্সও গড়া হয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় লড়ছে ভারতীয় রেল।