সংক্ষিপ্ত

  • কোভিডের জেরে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি
  •   ৯ জেলার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা
  • এদিন বৈঠকে মুখোমুখি বৈঠকে মোদী-মমতা
  • সরকারি ব্যবস্থাপনা নিয়ে ভার্চুয়াল বৈঠক হবে 

বৃহস্পতিবার ভোটের ফলপ্রকাশের পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বাংলায় ৯ টি জেলার কোভিড পরিস্থিতি এবং সরকারি ব্যবস্থাপনা নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে।

আরও পড়ুন, আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শহরে, বাংলা-ওড়িশায় আঘাত হানতে আসছে ঘূর্ণীঝড় 'যশ' 

 


ভ্যাকসিন ইস্যু, অক্সিজেন ইস্যু, করোনার ওষুধ ইস্যু নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু কখনওই কোনও বৈঠক হয়নি। মোদীর বিরুদ্ধে বৈঠকে না থাকার অভিযোগ করেছেন মমতা। রাজ্যের করোনা পরিস্থিতির জন্য যা রীতিমত উদ্বেগ জনক। তবে এদিন ভোটের ফলপ্রকাশের পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বাংলায় ৯ টি জেলার কোভিড পরিস্থিতি এবং সরকারি ব্যবস্থাপনা নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। প্রথমে ৯ জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন প্রধান মন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী সেই বৈঠক বাদ থাকবেন কেন বলে প্রশ্ন ওঠে। তারপরে প্রধানমন্ত্রীর দফতরেরর তরফে বৈঠকে মুখ্যমন্ত্রীও থাকার বিষয়টি উল্লেখ করা হয়। বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্যায় থাকবেন বলে নবান্নের তরফেও জানানো হয়েছে। 

আরও পড়ুন, 'করোনাকালে অভিযুক্তদের জেলে রাখাটা কি জরুরী', নারদ-মামলায় প্রশ্ন উঠল আদালতে  

 


 
অপরদিকে,  বাংলায় একদিনে কোভিডে মৃত্যু দেড়শো পার করেছে । বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত  ১৫৭ জন এবং সংক্রমণ ১৯ হাজার ০০৬ জন। তবে  এদিন বৈঠকে অনেকটাই ভ্যাকসিন ইস্যু, অক্সিজেন ইস্যু, করোনার ওষুধ ইস্যুর সমাধান আসবে বলেই আশাবাদী রাজ্য।