সংক্ষিপ্ত
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িতে একজন কোভিড ১৯এ আক্রান্ত হলে সেখান থেকেই কোভিড ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে কেউ একজন আক্রান্ত হলে অন্যদের বাড়িতে থাকাটাই শ্রেয়। এদিক ওদিক ঘুরে বেড়ানো কখনই উচিৎ নয়। একজন কোভিড আক্রান্ত হলে পরিবারের সদস্যদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। তিনি বলেন আমরা মনে হয় ভুলে গেছি বাড়েত কোভিড আক্রান্ত থাকলে পরিবারের সদস্যদের ঘুরে বেড়াতে নেই। এই ঘটনা তার বাড়িতে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
বাড়িতে কোভিড আক্রান্ত হয়েছে ভাতৃবধূ। আর ভাই কিনা ঘুরে বেড়াচ্ছে বাড়ির বাইরে। এবার সেই কারণ তুলে ভাই বাবুনকে প্রকাশ্যেই ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন নবান্নে। সেখানেই ভাইয়ের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী দিদি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িতে একজন কোভিড ১৯এ আক্রান্ত হলে সেখান থেকেই কোভিড ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে কেউ একজন আক্রান্ত হলে অন্যদের বাড়িতে থাকাটাই শ্রেয়। এদিক ওদিক ঘুরে বেড়ানো কখনই উচিৎ নয়। একজন কোভিড আক্রান্ত হলে পরিবারের সদস্যদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। তিনি বলেন আমরা মনে হয় ভুলে গেছি বাড়েত কোভিড আক্রান্ত থাকলে পরিবারের সদস্যদের ঘুরে বেড়াতে নেই। এই ঘটনা তার বাড়িতে ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
মমতা বলেন আমার ভাইয়ের স্ত্রী কোভিড আক্রান্ত। কিন্তু আমার ভাই বাবুন ঘরে বেড়াচ্ছে। এটা আমি মোটেও পছন্দ করি না। তিনি আরও বলেন তিনি সত্যি ও স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তবে তিনি যে ভাইকে আগামিকাল থেকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন তাও প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, স্ত্রী করোনা আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে রয়েছে। আর আমার ভাই বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে সেতো নেগেটিভ। তাই সকলের সঙ্গে মিশতে পারে। কিন্তু বাড়িতে একজনের হলে যে তা থেকে অন্য জনেরও ছড়িয়ে পড়তে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। ভাইয়ের এই আচরণ যে তিনি মেনে নিচ্ছেন না তাও প্রকাশ্যে বলেছেন তিনি।
মমতা আরও বলেন কোভিড আক্রান্ত হলে সাত দিন আইসোলেশনে থাকলেই হবে না। সঙ্গে কোভড বিধি মেনে চলতে হবে। মাস্ক পরা ও বারবার হাত ধোয়া বা স্যানিটাইজ করাও বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি। তিনি রাজ্যের সকল বাসিন্দাকে সাবধানে থাকার পরমর্শ দিয়েছে। এই রাজ্যে দৈনিক কোভিড পরিসংখ্যান ১৪ হাজারের বেশি। যা যথেষ্ট উদ্বেগের। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কোভিড পরিস্থিতি নিয়ে মমতা নবান্নে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই বৈঠতে প্রকাশ্যে রাজ্যবাসীকে কোভিড ১৯ নিয়ম মেনে চলার পাশাপাশি মাস্ক পরার আবেদনও জানিয়েছেন তিনি।
Dharchula Bridge: ভারত-নেপাল সম্পর্কের উন্নতির আরও একধাপ, তৈরি হবে ধরচুলা ব্রিজ
Omicron Alert: 'ওমিক্রন সাধারণ সর্দি নয়', আগামী ২ সপ্তাহ ভারতের জন্য কঠিন বলল WHO