সংক্ষিপ্ত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, মহামারি এখনও পর্যন্ত শেষ হয়নি। ভবিষ্যতের করোনার রূপগুলি ওমিক্রনের থেকেই বেশি সংক্রামক হতে পারে। তিনি আরও বলেছেন ওমিক্রম শেষ স্ট্রেইন হবে - এমনা ধারনা করা ঠিক নয়।
করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে আরও একবার সতর্ক (Alert) করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ওমিক্রনের (Omicron) সংক্রমণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই অবস্থায় বিশ্ব স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু তারই মধ্যে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারি বিশেষজ্ঞ ও কোভিড-১৯ (COVID-19) এর প্রযুক্তিগত নেতৃত্ব ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ সম্প্রতি বলেছেন, ওমিক্রনের পর করোনাভাইরাসের যে নতুন রূপটি সামনে আসছে সেটি সম্ভবত আরও সংক্রামক হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ডক্টর মারিয়া ভ্যান কেরখোভ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, মহামারি এখনও পর্যন্ত শেষ হয়নি। ভবিষ্যতের করোনার রূপগুলি ওমিক্রনের থেকেই বেশি সংক্রামক হতে পারে। তিনি আরও বলেছেন ওমিক্রম শেষ স্ট্রেইন হবে - এমনা ধারনা করা ঠিক নয়। তবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে পরবর্তী স্ট্রেইনগুলি ওমিক্রনের তুলনায় দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে দেবে। তিনি বলেন আগামি ভ্যারিয়েন্টটি সংক্রমণ দ্রুত ছড়াবে কারণ বর্তমানে এটি যে পরিমাণ সংক্রমণ ছড়াচ্ছে তারতুলনায় আগামীটি আরও বেশি শক্তিশালি হবে। কিন্তু সেটি কম বা বেশি ক্ষতি করতে সক্ষম হবে সেটাই এখন খতিয়ে দেখতে হবে। তিনি আরও বলেছেন পরবর্তী রূপটি আরও সহজে অ্যাক্রম্যতা এড়াতে পারে। তবে ভ্যাকসিনগুলি কার্যকরী হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন,'এমন পরিস্থিতি তৈরি করতে আমরা কেউ চাই না। তাই আমাদের সকলেই সতর্ক থাকতে হবে।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায় ওমিক্রন এখনও পর্যন্ত বিশ্বের প্রভাবশালী স্ট্রেইনগুলির মধ্যে একটি। ডেল্টার তুলনায় ওমিক্রন আরও দ্রুত সংক্রমণ ছড়ায় বলেও জানান হয়েছে। কিন্তু এটির মাধ্যমে সংক্রমিত হলে অসুস্থতা তেমনভাবে পরিলক্ষিত হয় না। তাই অনেকেই এটিকে হালকাভাবে নিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই যুগে উন্নতমানে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। বিশ্বে অধিকাংশ দেশেই টিকা দেওয়া হচ্ছে। তারপরেই পাঁচ লক্ষ মানুষের মৃত্যু খুবই দুঃখ জনক। তিনি আরও বলেছেন এটা খুবই দুঃখের ঘটনা।
বিশ্ব স্বাস্থ্যা সংস্থার কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোক্ষ বলেছেন, ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও আবাক করার মত। এটি সত্যিই খুবই হাতাশার। তিনি আরও বলেছেন, কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে যে মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে তার থেকে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তিনি আরও বলেছেন আগের তুলনায় আক্রান্তের সংখ্যা এখনও বেশি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়ব বিশ্ব এখনও মরহামারির মধ্যে রয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন বিশ্ব মহামারির হাত থেকে নিস্তার পেয়েছে। কিন্তু মনে রাখতে হবে ওমিক্রন এখনও বেশি কয়েকটি দেশে আক্রান্তের শীর্ষে পৌঁছায়নি। তার আগেই এই মৃত্যুর ঘটনা নিয়ে তিনি যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন ভাইরাসটি আগামী দিনে আরও বিপজ্জনক হতে পারে।
৫ লক্ষ মানুষের মৃত্যু, ওমিক্রন নিয়ে আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
কেন খুন স্ত্রী ও পুত্রবধূকে, জেরায় ভেঙে পড়লেন মুম্বইয়ের ৯০ বছরের বৃদ্ধ
শুধু পুত্রসন্তানের জন্য, মাথায় হাতুড়ি ঠুকে পেরেক বসাল গর্ভাবতী পাক মহিলা