সংক্ষিপ্ত

বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী ওমিক্রনের আচরণ বোঝার চেষ্টা করছে। শুরু হয়েছে তথ্যের আদান প্রদান। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞানীদের মতে ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলি কার্যকর।

ওমিক্রনের (Omicron) সংক্রমণ ক্রমশই বাড়ছে বিশ্বজুড়ে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে বিশ্বের ৭৭টি দেশেই করোনাভাইরাসের (Coronavirus) নতুন রূপের সংক্রমণ দেখা যাচ্ছে। কোভিড ১৯ (COVID-19) এর অন্যান্য স্ট্রেইনগুলির তুলনায় এটি অত্যান্ত দ্রুত সংক্রমণ ছড়ায়ে বলেও দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওমিক্রন থেকে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রশ্ন উঠছে ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর টিকাগুলি। 

বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী ওমিক্রনের আচরণ বোঝার চেষ্টা করছে। শুরু হয়েছে তথ্যের আদান প্রদান। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে বিজ্ঞানীদের মতে ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলি কার্যকর। তবে করোনার নতুন এই রূপটি আগের রূপগুলির তুলনায় অনেক কম গুরুতর। উপসর্গ প্রায় নেই বললেও চলে। 

দক্ষিণ আফ্রিকার ডিসকভারি হেলথের প্রধান আধিকারিক সম্প্রতি একটি প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন চিকিৎসকরা করোনাভাইরাসের নতুন রূপটির ইতিবাচক পরীক্ষাকারীদের মধ্যে একটি ছোট্ট সমীক্ষা চালিয়েছিল। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তদের প্রত্যেকের মধ্যেই একটি লক্ষ্ণণ দেখা গেছে। সেটি আগেরগুলির তুলনায় আলাদা। সংস্থার সিইও ডক্টর রায়ান নোচ বলেছেন সবথেকে সাধারণ প্রাথমিক লক্ষ্ণণ হল, গলায়ফুসকুড়ি বার হওয়া। তারপরই নাক আর গলা বন্ধ হয়ে যাবে। সঙ্গে শুকনো কাশি। পিঠের নিচে ব্যাথা অনুভব করবেন আক্রান্তরা। 

চিকিৎসক নোচ আরও বলেছেন এই সব লক্ষ্ণণগুলি অত্যান্ত হালকা। তবে তিনি জোর দিয়ে বলেছেন লক্ষ্ণণগুলি হালকা হলেও এর মানে এই নয় যে ভাইরালটি কম শক্তিশালী। নোচের সঙ্গে একমত হয়েছেন বিট্রিশ বিশেষজ্ঞ। তাঁর কথায় ওমিক্রম করোনাভাইারাসের আগের স্ট্রেইনগুলির তুলনায় একদম অন্যরকম আচরণ করছে। 

বিশেষজ্ঞদের কথায় ওমিক্রন নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। অন্যদিকে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে ভারতে। বৃহস্পতিবার ভারতে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭। কর্নাটক, তেলাঙ্গনা, গুজরাটেও ওমিক্রনের থাবা পড়েছে। তবে বিশেষজ্ঞদের কথায় ভারতে এই রোগের তেমন কোনও উপসর্গ দেখতে পাওয়া যাবে না। 

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ক্রমশই বাড়ছে ব্রিটেনে(Britain)। বৃহস্পতিবার নতুন করেন আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮৮ হাজারে। ব্রিটেন প্রশাসন জানিয়েছেন এদিন ৮৮ হাডার ৩৭৬ জন নতুন করে কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০ হাজার বেশি। কর্মকর্তারা জানিয়েছেন বুধবার বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। 

ব্রিটেন প্রশাসন জানিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাজ্যে ৮৮,৩৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা মহামারি শুরু হওয়ার পর থেকে রেকর্ড করা সর্বাধিক দৈনিক সংক্রমণও। এর আগে ব্রিটেনে এক দিনে এতজন মানুষ একসঙ্গে আক্রান্ত হয়নি বলেও দাবি করেছে স্থানীয় প্রশাসন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার বেড়েছে বলেও জানিয়েছেন স্থানীয় প্রশাসন। 

বিট্রেনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি সেদেশে দ্রুতগতিতে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। গত ২-৩ দিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে বলেও জানিয়েছেন স্বস্থ্য  কর্তারা। ওমিক্রানের কারণে সংক্রমণ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। 

COVID Booster Doses: কারা পাবেন করোনার বুস্টার ডোজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনেই সিদ্ধান্ত

COVID Record In UK: করোনার লাল চোখ ব্রিটেনে, রেকর্ড গড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা