সংক্ষিপ্ত

 

  • চুড়ান্ত ম্যাড়মেড়ে ব্য়াটিং শ্রীলঙ্কার।
  • একমাত্র আশা দেখালেন আবিষ্কা ফার্নান্দো।
  • আর লড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
  • ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলতে পারল শ্রীলঙ্কা।

চুড়ান্ত ম্যাড়মেড়ে ব্য়াটিং করল শ্রীলঙ্কা। নতুন বলে মার্ক উড ও জোফ্রা আর্চার তাদের দুই ওপেনারকেই ফিরিয়ে দেওয়ার পর শ্রীলঙ্কাকে আশা দেখিয়েছিলেন এদিনই বিশ্বকাপে অভিষেক হওয়া ২১ বছরের তরুণ আবিষ্কা ফার্নান্দো। ৩৯ বলে ৪৯ রানের ইনিংসে কিন্তু ভবিষ্যতের প্রতিশ্রুতি ছিল। কিন্তু তিনি ফিরতেই অতিরিক্ত সাবধানী হয়ে গেলেন শ্রীলঙ্কান ব্য়াটসম্যানরা। একমাত্র লড়লেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ১১৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। এই ইনিংসের দৌলতেই ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলতে পারল শ্রীলঙ্কা। প্রতি ম্য়াচেই সাড়ে তিনশ'র কাছে রান তোলা শ্রীলঙ্কার পক্ষে এই রানটা তোলা মোটেই সমস্য়ার হবে না।

এদিন দুর্দান্ত বল করেছেন দুই ইংরেজ পেসার জোফ্রা আর্চার ও মার্ক উড। এদিন দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। তবে তাঁদের কাজটা সহজ করে দেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ইংরেজ বোলারদের খেলার গতি নিয়ন্ত্রণ করতে দিলেন তাঁরা।

একটিও বড় জুটি গড়তে পারলেন না শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। আবিষ্কা আর ম্যাথুস ছাড়া বড় রান পেলেন কুশ মেন্ডিস (৪৬)। কিন্তু কখনই রানের গতি বাড়াতে পারেননি তাঁরা।