সংক্ষিপ্ত

  • বৃহস্পতিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দুটি বড় মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি
  • বিশ্বকাপে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী হলেন তিনি
  • দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান করলেন
  • পিছনে পড়লেন সচিন, লারা, সৌরভের মতো ক্রিকেটাররা

রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া বিরাট কোহলির কাছে এখন নৈমিত্তিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে আরও দুটি বড় মাইলফলকে ছুঁলেন তিনি। এদিন দলের ২৯ রানের মাথায় ডিআরএস-এর ভুল সিদ্ধান্তের শিকার হয়ে রোহিত শর্মা প্যাভিলিনে ফেরার পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। আর তারপরই বিশ্বকাপে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী ও দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান করার রেকর্জ করলেন তিনি।

এদিন ৩০ রান করার পরই তিনি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় তিনি রাহুল দ্রাবিড়ে টপকে যান। বিশ্বকাপে দ্রাবিড়ের মোট ৮৬০ রান রয়েছে।

আপাতত এই তালিকায় বিরাটের আগে আছেন মাত্র দুইজন - সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সচিনের বিশ্বকাপে ২২৭৮ রান রয়েছে, আর সৌরভের রান ১০০৬।

বিরাটের পর তালিকায় আছেন রাহুল দ্রাবিড় (৮৬০ রান), বীরেন্দ্র সেওয়াগ (৮৪৩) এবং মহম্মদ আজহারউদ্দিন (৮২৬)।

আরও ৭ রান করতেই বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান সম্পূর্ণ করেন। এদিন তিনি সচিন ও লারাকে টপকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলকে পৌঁছলেন। সচিন ও লারা দুজনেরই যেখানে ৪৫৩চটি করে ইনিংস লেগেছিল, সেখানে কোহলি নিলেন মাত্র  ৪১৬ ইনিংস। এরমধ্যে টেস্ট ইনিংস রয়েছে ১৩১টি, ওডিআই ২২৩টি এবং টি২০আই ৬২টি। এই তিন জনের পরে এই তালিকায় আছে প্রাক্তন অজি অধিনায়ক তথা এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের ব্য়াটিং পরামর্শদাতা রিকি পন্টিং (৪৬৮)।    

ক্রিকেট বিশ্বে কোহলি দ্বাদশ ব্যাটসম্য়ান হিসেবে ২০০০০ রান করলেন। আর ভারতীয়দের মধ্যে সচিন ও তিনি ছাড়া এই কৃতিত্ব রয়েছে রাহুল দ্রাবিড়ের (২৪,২০৮)।

এখানেই থামেননি তিনি, এদিন বিশ্বকাপে টানা চতুর্থ অর্ধশতরান করলেন তিনি। ৮২ বলে ৭২ রান করে হোল্ডারের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।  

রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া বিরাট কোহলির কাছে এখন নৈমিত্তিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে আরও দুটি বড় মাইলফলকে ছুঁলেন তিনি। এদিন দলের ২৯ রানের মাথায় ডিআরএস-এর ভুল সিদ্ধান্তের শিকার হয়ে রোহিত শর্মা প্যাভিলিনে ফেরার পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। আর তারপরই বিশ্বকাপে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী ও দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান করার রেকর্জ করলেন তিনি।

এদিন ৩০ রান করার পরই তিনি ভারতীয় ব্য়াটসম্যান হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় তিনি রাহুল দ্রাবিড়ে টপকে যান। বিশ্বকাপে দ্রাবিড়ের মোট ৮৬০ রান রয়েছে।

আপাতত এই তালিকায় বিরাটের আগে আছেন মাত্র দুইজন - সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সচিনের বিশ্বকাপে ২২৭৮ রান রয়েছে, আর সৌরভের রান ১০০৬।

বিরাটের পর তালিকায় আছেন রাহুল দ্রাবিড় (৮৬০ রান), বীরেন্দ্র সেওয়াগ (৮৪৩) এবং মহম্মদ আজহারউদ্দিন (৮২৬)।

আরও ৭ রান করতেই বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০০ রান সম্পূর্ণ করেন। এদিন তিনি সচিন ও লারাকে টপকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলকে পৌঁছলেন। সচিন ও লারা দুজনেরই যেখানে ৪৫৩টি করে ইনিংস লেগেছিল, সেখানে কোহলি নিলেন মাত্র  ৪১৬ ইনিংস। এরমধ্যে টেস্ট ইনিংস রয়েছে ১৩১টি, ওডিআই ২২৩টি এবং টি২০আই ৬২টি। এই তিন জনের পরে এই তালিকায় আছে প্রাক্তন অজি অধিনায়ক তথা এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শদাতা রিকি পন্টিং (৪৬৮)।    

ক্রিকেট বিশ্বে কোহলি দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ২০০০০ রান করলেন। আর ভারতীয়দের মধ্যে সচিন ও তিনি ছাড়া এই কৃতিত্ব রয়েছে রাহুল দ্রাবিড়ের (২৪,২০৮)।

এখানেই থামেননি তিনি, এদিন বিশ্বকাপে টানা চতুর্থ অর্ধশতরান করলেন তিনি। ৮২ বলে ৭২ রান করে হোল্ডারের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।