একদিনের ক্রিকেটে ৮০০০ রান সম্পূর্ণ করলেন হাশিম আমলা এই মাইল ফলকে পৌঁছতে তিনি নিলেন ১৭৬টি ইনিংস তিনি হবেন দ্বিতীয় দ্রুততম তালিকার একেবারে প্রথমে রয়েছেন বিরাট কোহলি
বার্মিংহামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে পরাজিত হয়েছে দক্ষিণ আপ্রিকা। এদিনের উইকেটে ব্যাট করা ছিল বেশ কঠিন। আর সেই পিচেই এদিন আমলা ৮৩ বলে ৫৫ রানের একটি অতি প্রয়োজনীয় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। আর তারমধ্যেই করে ফেললেন একটি রেকর্ড।
বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এদিন তিনি একদিনের ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করলেন। ইনিংসের ১২তম ওভারে ২৩ রানে ব্যাট করছিলেন আমলা। সেখান থেকে দুই রান নিয়ে ২৫-এ পৌঁছতেই তিনি ৮০০০ রানের মাইলস্টোনে পৌঁছান।
Scroll to load tweet…
৮০০০ রানের শিকরে সবার আগে পৌঁছনোর নজির অবশ্য রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে। বিরাট ৮০০০ রান পেয়েছিলেন ১৭৫টি ইনিংসে। আমার লাগল একটি ইনিংস বেশি।
তাঁর পরের দ্রুততমরা হলেন - এবিডিভিলিয়ার্স (১৮২), সৌরভ গঙ্গোপাধ্য়ায় (২০০) এবং রোহিত শর্মা (২০০)।

