সংক্ষিপ্ত
- মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড বনাম ভারত
- নকআউট পর্বের আগে ভারতীয় দলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে
- নকআউট স্তরে কিন্তু সচিন দুই ক্রিকেটারকে দলে নিতেই হবে বলছেন
- এঁরা হলেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি
মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। নকআফ পর্বের ঠিক আগের দুটি ম্য়াচেই ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। টিম ম্যানেজমেন্ট দল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে। এবার নকআউট স্তরে দল কী হবে? এই ব্যাপারে অধিনায়কের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছেন সচিন তেন্ডুলকর।
সেমিফাইনালের আগে সচিন বলে দিয়েছেন দলে দুই ক্রিকেটারকে চাইই-চাই। একজন মহম্মদ শামি, অপরজন রবীন্দ্র জাদেজা। গত দুই ম্যাচে দীনেশ কার্তিক সাত নম্বরে ব্যাট করেছেন। সচিন বলেছেন, তার জায়গায় রবীন্দ্র জাদেজা কে খেলানোর কথা। তাঁর যুক্তি, ভারত পাঁচ বোলারে খেলছে। জাদেজা, বাঁহাতি স্পিন বড় ম্যাচে কাজে লাগতে পারে। কারণ ভারত একেবারে গোনাগুনতি পাঁচ বোলারে খেলছে। সেখানে একজন অতিরিক্ত বিকল্প রাখা উচিত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারত মহম্মদ শামিকে খেলায়নি। তাঁর বদলে খেলা ভুবনেশ্বর কুমার কিন্তু উইকেটও তুলতে পারেননি। সেই সঙ্গে প্রচুর রানও দেন। এথছ ম্যাঞ্চেস্টারেই গ্রুপ ম্যাচে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভাল বল করেছিলেন শামি। সচিনের মতে সেমিফাইনালে ভারতের অবশ্যই শামিকে খেলানো উচিত।
সেমিফাইনালে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকেই এগিয়ে রাখছেন। গ্রুপের ৯টি ম্যাচের মধ্যে ভারত ৭টিতে জিতেছে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বিশ্বকাপ শুরুর আগে গা ঘামানো ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর্যুদস্ত হয়েছিল ভারত।